Congress Star Campaigners for Uttarakhand: দেবভূমিতে প্রচার করবেন চন্নি, নেই সিধুর নাম! জেদই কি ডেকে আনল ‘বিপদ’?

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Feb 03, 2022 | 7:53 AM

Uttarakhand Assembly Election 2022: বিগত কয়েক মাস ধরেই উত্তরাখণ্ডে তারকা প্রার্থী হিসাবে প্রচার চালাচ্ছেন গুলাম নবি আজাদ, সচিন পাইলট. ভূপেশ বাঘেল, রণদীপ সিং সূর্যেওয়ালা।

Congress Star Campaigners for Uttarakhand: দেবভূমিতে প্রচার করবেন চন্নি, নেই সিধুর নাম! জেদই কি ডেকে আনল বিপদ?
ছবি: ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: চলতি মাসেই শুরু হচ্ছে পঞ্জাব, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড সহ ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন (Assembly Election 2022)। মাত্র ৬ দিনের ব্যবধানেই পঞ্জাব ও উত্তরাখণ্ডে রয়েছে নির্বাচন। দুই রাজ্যেই যখন শেষ মুহূর্তের নির্বাচনী প্রচার সাড়ার তোড়জোড় শুরু হয়েছে, সেই সময়ই উত্তরাখণ্ডে কংগ্রেসের তারকা প্রচারকদের নামের তালিকা প্রকাশ করা হল বুধবার। ওই তালিকায় সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মনমোহন সিং, প্রিয়ঙ্কা গান্ধীদের মতো নাম থাকলেও, উল্লেখ নেই নভজ্যোত সিং সিধু(Navjot Singh Sidhu)-র নাম। অথচ সেখানেই দলের অন্দরে তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী তথা পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি(Charanjit Singh Channi)-র নাম রয়েছে। কংগ্রেসের এই সিদ্ধান্ত নিয়েই শুরু হয়েছে নতুন জল্পনা। তবে কী সিধুর উপর থেকে আস্থা হারাচ্ছে দল?

বিগত কয়েক মাস ধরেই উত্তরাখণ্ডে তারকা প্রার্থী হিসাবে প্রচার চালাচ্ছেন গুলাম নবি আজাদ, সচিন পাইলট. ভূপেশ বাঘেল, রণদীপ সিং সূর্যেওয়ালা। গত বিধানসভা নির্বাচনে যে বিপুল পরাজয়ের সম্মুখীন হতে হয়েছিল কংগ্রেসকে, তার ক্ষতিপূরণ করতেই জোরকদমে প্রচার চালাচ্ছে কেন্দ্র ও রাজ্যের অন্যতম বিরোধী দল। বুধবার আরও ৩০ জন তারকা প্রার্থীর নামের তালিকা প্রকাশ করা হয়, যারা আগামী কয়েকদিন দেবভূমিতে কংগ্রেসের হয়ে প্রচার চালাবেন।

অন্যদিকে, পঞ্জাবে কংগ্রেসের দলীয় কোন্দল শেষই হচ্ছে না। অমরিন্দর সিং বনাম নভজ্যোত সিং সিধুর যে দ্বৈরথ শুরু হয়েছিল, তা বছর ঘুরে চরণজিৎ সিং চন্নি বনাম সিধুতে পরিণত হয়েছে। কেবলমাত্র সিধুর জেদেই প্রথা ভেঙে এবার পঞ্জাবে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে। এত কিছুর মাঝেও কংগ্রেসের কাছে অধিক গুরুত্ব পাচ্ছেন মুখ্যমন্ত্রী চন্নিই। কারণ তিনি দলিত শিখ নেতা, আর পঞ্জাবের ভোটারদের ৩০ শতাংশই দলিত। সেই কারণেই রবিবার দ্বিতীয় কেন্দ্র থেকেও চন্নির নাম প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়। এবার তিনি নিজের জেতা আসন চমকৌর সাহিবের পাশাপাশি ভাদৌর কেন্দ্র থেকেও লড়বেন। অন্যদিকে, পূর্ব অমৃতসর থেকে লড়বেন নভজ্যোত সিং সিধু।

এখনও অবধি মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা না করা হলেও, আপাতত পাল্লা ভারি রয়েছে চরণজিৎ সিং চন্নির দিকেই। এরইমাঝে বৈষ্ণদেবী দর্শনে গিয়েছিলেন নভজ্যোত সিং সিধু। সেই সময়ই মনে করা হয়েছিল যে,  উত্তরাখণ্ডে হয়তো তারকা প্রচারক হতে পারেন সিধু। কিন্তু সকলকে চমকে গিয়ে সিধুর বদলে চরণজিৎ সিং চন্নিকেই তারকা প্রার্থীর তালিকায় জায়গা দিল কংগ্রেস। তবে কি সিধুর উপর থেকে ভরসা হারাচ্ছে দল?

আরও পড়ুন: Ministers Reply to Rahul Gandhi: ‘মাথা খারাপ হয়ে গিয়েছে’, রাহুলকে কড়া জবাব দিতে একজোট কেন্দ্রীয় মন্ত্রীরা 

Next Article