দেরাদুন : কয়েক মাস পরেই উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচন। আর নিজেদের পায়ের তলার মাটি আরও শক্ত করতে উঠে পড়ে লেগেছে সেখানকার শাসক দল বিজেপি। ভোটমুখী উত্তরাখণ্ডে একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির। দেবভূমিতে এবার থেকে ছাত্রীরা বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। শুক্রবার এমনটাই জানিয়েছেন পুষ্কর সিং ধামি। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, উত্তরাখণ্ডের নির্বাচনে এবার বিজেপি বাড়তি নজর দিচ্ছে মহিলা ভোট ব্যাঙ্কের উপর।
সংবাদ সংস্থা এএনআইকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “আমাদের ছাত্রীরা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তাঁদের শিক্ষা ব্যবস্থায় যাতে কোনওরকম সমস্যা না তা নিশ্চিত করা দরকার আমাদের। সেই কারণের রাজ্যের ছাত্রীদের জন্য এই পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছি।”
শুধু পড়ুয়ারাই নয়, উত্তরাখণ্ডের যুব সম্প্রদায়ের আরও কাছাকাছি পৌঁছে যাওয়ার চেষ্টা করছে বিজেপি নেতৃত্ব। টিকিট দেওয়ার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তাকে একটি বিশেষ মাপকাঠি করার ইঙ্গিত দিয়েছে হাইকমান্ড। এর পরেই রাজ্যের বিজেপির সম্ভব্য টিকিটপ্রার্থীরা তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিতে সক্রিয় হয়ে উঠেছেন। বিশেষ করে যুব নেতারা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় হয়ে উঠেছেন।
আজকের দিনে সোশ্যাল মিডিয়া রাজনীতির জন্য এবং সর্বোপরি জনসংযোগের জন্য অন্যতম সেরা অস্ত্র। আর সোশ্যাল মিডিয়ার এই যুগে বিজেপি তার সমস্ত নেতাদের সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকার নির্দেশ দিয়েছে বলে সূত্রের খবর। সেই সঙ্গে সাংগঠনিক কর্মসূচি তৈরির দায়িত্ব, ক্ষেত্রবিশেষে তাদের কর্মকাণ্ডের পাশাপাশি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কর্মসূচি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা ভাবছে গেরুয়া শিবির। এর পাশাপাশি হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদির মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে জনসাধারণের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আজকের যুগে, সোশ্যাল মিডিয়া তাদের বক্তব্য জানানোর সেরা মাধ্যম এবং এর মাধ্যমে নেতারা তাদের দৃষ্টিভঙ্গি লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিতে পারেন।
উল্লেখ্য, কিছুদিন আগেই দেবভূমি উত্তরাখণ্ডে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও উত্তরাখণ্ড থেকে ঘুরে এসেছেন। দলের কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছেন দিল্লির নেতারা। এখন দেখার আগামী দিনে বিজেপি দেবভূমিতে নিজেদের শক্তি কতটা বাড়াতে পারে।