জোড়াফুলে নয়, নির্দল প্রার্থী হবেন ‘অভিমানী’ মইনুদ্দিন, মুখে কুলুপ কেষ্টর

দুবরাজপুরে বিদায়ী বিধায়ক নরেশ চন্দ্র বাউড়ির বদলে প্রার্থী করা হয় অসীমা ধীবর। অন্যদিকে নলহাটির বিধায়ক মইনুদ্দিন সামসের বদলে প্রার্থী হন রাজেন্দ্র প্রসাদ সিং।

জোড়াফুলে নয়, নির্দল প্রার্থী হবেন ‘অভিমানী’ মইনুদ্দিন, মুখে কুলুপ কেষ্টর
Follow Us:
| Updated on: Mar 16, 2021 | 4:17 PM

বীরভূম: নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী ঘোষণা হতেই প্রকাশ্যে আসতে শুরু করেছে রাজনৈতিক দলগুলির অন্দরের কোন্দল। সেই একই ছবি এবার উঠে এল দুবরাজপুর ও নলহাটিতে। ৬ মার্চ তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে দুবরাজপুরে বিদায়ী বিধায়ক নরেশ চন্দ্র বাউড়ির বদলে প্রার্থী করা হয় অসীমা ধীবরকে। অন্যদিকে নলহাটির বিধায়ক মইনুদ্দিন সামসের বদলে প্রার্থী হন রাজেন্দ্র প্রসাদ সিং।

টিকিট না পেয়ে যারপরনাই ক্ষুব্ধ নলহাটির বিদায়ী বিধায়ক। সোমবার, সাংবাদিক সম্মেলন করে মইনুদ্দিন স্পষ্ট জানিয়ে দেন তিনি শুধু দলত্যাগ করছেন না, ‘মানুষের ইচ্ছায়’ তিনি নির্দল দলের প্রার্থী হয়ে নলহাটি থেকেই লড়বেন। এদিন, মইনুদ্দিন আরও দাবি করেন, তিনি কোনও কয়লাচোর, বালিচোর ও পাথর মাফিয়াদের সঙ্গে আপোষ করেননি। তিনি টুপি পরেন, তাই তাঁকে টিকিট দেওয়া হল না।

যদিও এ প্রসঙ্গে মুখ খুলতে নারাজ তৃণমূল (TMC) জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। মইনুদ্দিনের দলত্যাগ নিয়ে একটি বাক্যও করচ করেননি কেষ্ট।

আরও পড়ুন:  ‘আমি বন্ধু হিসাবে উপকারী, শত্রু হলে খুব বিপজ্জনক’, টিকিট না পেয়ে ‘বেসুরো’ জয়