ভোটের আগে শেখ সুফিয়ান সহ ৪১ জনের গ্রেফতারি চেয়ে কমিশনে চিঠি বিজেপির
১ এপ্রিল ভোট নন্দীগ্রামে (Nandigram)। তার আগে সব রকমের প্রস্তুতি সারছে বিজেপি (BJP)
কলকাতা: শুরু হয়ে গিয়েছে রাজ্যের বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2021)। প্রথম দফার ভোট শেষে এখন সবাই দ্বিতীয় দফার দিকে তাকিয়ে। আর দ্বিতীয় দফায় গোটা রাজ্যের নজর থাকবে নন্দীগ্রামে। প্রতিপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। লড়াই ছাড়া এতটুকু জমিও ছাড়তে রাজি নয় কোনও পক্ষই। একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে গিয়ে একের পর এক তোপ দাগছেন প্রতিপক্ষকে। অন্যদিকে সব রকমের সতর্কতা নিয়ে প্রস্তুত বিজেপি ও। নন্দীগ্রামে ৪১ জনের গ্রেফতারের দাবি জানিয়ে কমিশনে চিঠি দিয়েছে বিজেপি।
আগামী ১ এপ্রিল ভোট রয়েছে নন্দীগ্রামে। তার আগে রোড শো এবং জনসভায় ঝড় তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী। এমনকি শুভেন্দু অধিকারীর প্রচারে মঙ্গলবার হাজির হবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মিঠুন চক্রবর্তী। তবে ভোটের আগেই সেই নন্দীগ্রামে ৪১ জনের গ্রেফতারের দাবি জানিয়ে কমিশনে চিঠি দিয়েছে বিজেপি। গত ২৭ মার্চ কমিশনে সেই চিঠি দেওয়া হয়েছে। ৪১ জনের তালিকায় নাম রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনি এজেন্ট সুফিয়ানেরও।
ওই দিন কমিশন এগিয়ে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় দাবি করেন, ১০০ শতাংশ বুথে যাতে মানুষ নির্ভয় ভোট দিতে পারে সেটা নিশ্চিত করতে হবে কমিশনকে। আর সেই জন্যই ওই নামের তালিকা তুলে দেওয়া হয়েছে কমিশনের হাতে। যারা ও সামাজিক কাজকর্মের জড়িত অথবা যাদের বিরুদ্ধে পুরনো কোনও মামলা রয়েছে তাদের নাম দেওয়া হয়েছে ওই তালিকায়। এই সব ব্যক্তিরা ভোট প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিজেপি। তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানের নাম রয়েছে। কিছুদিন আগে পর্যন্তও পুরনো এক মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। সদ্য সুপ্রিম কোর্টে তাঁকে রক্ষাকবচ দেওয়া হয়েছে। এর ফলে নির্বাচনের কোনও কাজ করতে আর কোনও বাধা নেই শেখ সুফিয়ানের।
আরও পড়ুন: নন্দীগ্রামে প্রার্থী হয়ে বিজেপির ফাঁদে পা দিয়েছেন মমতা?
এদিকে রবিবার নন্দীগ্রামে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরুলিয়া বাজার থেকে চটি পুলিশ নিয়ে মন্তব্য করেন তিনি। তুলে আনেন ২০০৭ নন্দীগ্রাম কাণ্ডের প্রসঙ্গ। তিনি বলেন, ‘বাপ বেটার অনুমতিতেই ঢুকেছিল চটি পরা পুলিশ।’ ভোটের মুখে নাম না করে তৎকালীন শিশির ও শুভেন্দু অধিকারীকে। সোমবার নন্দীগ্রামে চারটি জনসভায় রয়েছে শুভেন্দু অধিকারীর। আর সেখান থেকেই শুভেন্দু মমতা কি জবাব দিতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল।