শুভেন্দু অধিকারীর হাত ধরেই পশ্চিমবঙ্গে উন্নয়নের জোয়ার আনতে চায় বিজেপি!
শুভেন্দু অধিকারী বলেন, "নন্দীগ্রামের উপরে যে মিথ্যে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এর জবাবে নন্দীগ্রামবাসী ভোটে দেবে।"
জ্যোতির্ময় রায়: প্রথম পর্বের ভোটের পরে ৩০ টি আসনের মধ্যে ২৬ টি আসন পাবে বিজেপি, রবিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করলেন অমিত শাহ। শুধু তাই নয়, আত্মবিশ্বাসী আমিত শাহ আবার জানালেন, ২ মে-র পর বাংলায় ২০০-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবেন তাঁরা। তিনি বলেন, “আসল পরিবর্তনের জন্য নন্দীগ্রামে পরিবর্তন চাই, আর এই নন্দীগ্রামই আনবে বাংলায় পরিবর্তন। এই নন্দীগ্রামই দেবে বাংলাকে তোষণের রাজনীতি আর দুর্নীতির হাত থেকে মুক্তি। আকার ইঙ্গিতে অমিত শাহ জানিয়ে দিলেন, নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর হাত ধরেই পশ্চিমবঙ্গের উন্নয়নের জোয়ার আনতে চায় বিজেপি।
প্রথম দফায় ৮৫% ভোট পড়েছে। শান্তিপূর্ণ ভাবে ভোট হওয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে অমিত শাহ বলেন, “বাংলার মানুষ সোনার বাংলা গড়ার জন্য ভোট দিয়েছেন, পরিবর্তনের জন্য ভোট দিয়েছেন। আগামী দিনেও আশা করি বাংলার মানুষ তোলাবাজ ও সিন্ডিকেটের বিরুদ্ধে এবং বিকাশের পক্ষে ভোট দেবেন।”
দ্বিতীয় দফার ভোট ১লা এপ্রিলে। আর এই পর্বে রয়েছে নন্দীগ্রাম। এই আসনে তৃণমূল সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী উভয়ই প্রার্থী। নন্দীগ্রামের ভোটের উপর অনেকটাই নির্ভর করছে বাংলার ভবিষ্যৎ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নন্দীগ্রামের এই আসনের উপর নির্ভর করবে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের ভবিষ্যৎ।
তাঁদের মতে, নন্দীগ্রামে প্রার্থী হিসেবে দাড়িয়ে বিজেপির ফাঁদে পা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর এখন বয়স কম, হাতে এখন অনেক সময় রাজনীতি করার। সেই তুলনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স হয়েছে। ২০২৬ এর নির্বাচনে মমতার জন্য বয়সটা বড় বাধা হয়ে দাঁড়াবে। তা ছাড়া গেরুয়া রঙের জোয়ারে তৃণমূলে এখন ভাঙন পর্ব চলছে। তৃণমূল দলের জন্য ২০২৬ এর নির্বাচনে সরকার গঠনের তুলনায় তৃণমূলের নেতৃত্বর লড়াই প্রধান হয়ে দেখা দেবে। তাই দলকে এবং নিজের রাজনৈতিক জীবন বাঁচাতে নন্দীগ্রাম আসন মমতার জন্য সঞ্জীবনীর কাজ করবে। সুত্রের খবর, প্রতিবাদী নেত্রী মমতা তাই দ্বিতীয় পর্বের ভোট পর্যন্ত নন্দীগ্রামেই রাত কাটাবেন।
মমতার দুর্ঘটনাকে কেন্দ্র করে নন্দীগ্রামবাসী আহত এবং ক্ষুব্ধ। অনেকের মতে, এই ঘটনাকে কেন্দ্র করে মমতার ষড়যন্ত্রের অভিযোগের ফলে নন্দীগ্রামের বদনাম হয়েছে। শুভেন্দু অধিকারী বলেন, “নন্দীগ্রামের উপরে যে মিথ্যে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এর জবাবে নন্দীগ্রামবাসী ভোটে দেবে।”
আরও পড়ুন: কোন জেলায় বিজেপির টার্গেট কত? কোন স্ট্র্যাটেজিতে এগোচ্ছে পদ্ম শিবির?