কোন জেলায় বিজেপির টার্গেট কত? কোন স্ট্র্যাটেজিতে এগোচ্ছে পদ্ম শিবির?

বঙ্গ দখলে বারবার রাজ্য়ে আসছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী-সহ একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব। এ ছাড়াও বঙ্গে আসছেন বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা।

কোন জেলায় বিজেপির টার্গেট কত? কোন স্ট্র্যাটেজিতে এগোচ্ছে পদ্ম শিবির?
ছবি- পিটিআই
Follow Us:
| Updated on: Mar 28, 2021 | 8:48 PM

কলকাতা: খোদ অমিত শাহর (Amit Shah) মতেই, পশ্চিমবঙ্গে যদি বিজেপি জেতে তাহলে পদ্ম শিবির তার স্বর্ণযুগের দিকে এক পা এগিয়ে যাবে। এর আগে বিধানসভা নির্বাচনে বিজেপি বঙ্গে পেয়েছিল স্রেফ ৩টি আসন। তবে ২০১৯ লোকসভা ভোটে ১৮টি কেন্দ্রে জিতে ও ৪০.৬৪ শতাংশ ভোটের মাধ্যমে বঙ্গে নিজেদের শক্তি প্রদর্শন করেছিল পদ্ম শিবির। বিজেপির উত্থান ২০১৬ ও ২০১৯ সালের দুই নির্বাচনের মধ্য দিয়ে স্পষ্ট বোঝা যায়। ২০১৬ বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল ৩টি আসন। তৃণমূল পেয়েছিল ২১১ আসন। কিন্তু ২০১৯ লোকসভার নিরিখে তৃণমূল এগিয়ে মাত্র ১৬৪ আসনে অন্যদিকে বিজেপি এগিয়ে ১২১ আসনে।

বঙ্গ দখলে বারবার রাজ্য়ে আসছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী-সহ একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব। এ ছাড়াও বঙ্গে আসছেন বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। টিভি নাইন বাংলার নির্বাচনী ইন্টালিজেন্স ও রিসার্চ উইংয়ের মতে, বিজেপি বঙ্গযুদ্ধে পশ্চিমবঙ্গকে ৫টি ভাগে ভাগ করে প্রচারে নেমেছে। পাহাড়ি অঞ্চলে ও উত্তরের পার্বত্য এলাকায় ২০১৯ লোকসভা ভোটের নিরিখে ২৭টি আসনের মধ্যে ২৪টি আসনের মধ্যেই এগিয়ে পদ্মশিবির। তবে বিমল গুরুং এখন তৃণমূলে তাই সূত্রের খবর, বিজেপি এখন ২৭টির মধ্যে ২২টি আসন জেতার লক্ষ্য়ে রয়েছে বিজেপি।

কুচবিহারে মুসলিম ভোট রয়েছে ২৪ শতাংশ, আর সেখানেই অমিত শাহের লক্ষ্য রাজবংশী, নমশূদ্র ও চা-বাগান কর্মীদের ভোট। আগেই নারায়সেনা ব্যাটিলিয়ন ঘোষণা করে রাজবংশী যুবদের কর্মসংস্থানের কথা জানিয়েছেন অমিত শাহ। রাজবংশীদের নেতা অনন্ত মহারাজের সঙ্গেও অসমে দেখা করেছেন অমিত শাহ। রাজবংশীদের চমক দিতে লোকসভার সদস্য নীতীশ প্রামানিককে বিধানসভা ভোটে দিনহাটা থেকে লড়াচ্ছে বিজেপি। বাজেটেও চা-বাগান কর্মীদের জন্য ছিল বড় ঘোষণা।

মুর্শিদাবাদে মুসলিম ভোট ৬৬ শতাংশ, মালদায় ৫০ শতাংশ, উত্তর দিনাজপুর ও বীরভূমে মুসলিম ভোট ৩৭ শতাংশ, দক্ষি দিনাজপুরে মুসলিম ভোট ১৫ শতাংশ। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ ও বীরভূমের মধ্যে মোট আসন ৬০টি। তার মধ্যে ২২টি আসনে জেতার লক্ষ্য রয়েছে বিজেপির। লোকসভা ভোটের নিরিখে জঙ্গলমহলের ৪০টি আসনের মধ্যে ৩০টি আসনে এগিয়ে বিজেপি। সেই অঞ্চলে ৩২টি আসন জেতার লক্ষ্য রয়েছে বিজেপির। দক্ষিণবঙ্গে প্রভাব বেশি ঘাসফুল শিবিরের। কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় ৭৪টি আসন রয়েছে মোট। যার মধ্যে ২০১৯ লোকসভার নিরিখে বিজেপি এগিয়ে মাত্র ৬টি আসনে। এই অঞ্চল থেকে ৩০টি আসন জেতার লক্ষ্য রয়েছে বিজেপির। এই অঞ্চলে জেতার জন্য শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা করছে বিজেপি।

নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি ও উত্তর ২৪ পরগনায় তুলনামূলক ভাল অবস্থায় রয়েছে বিজেপি। এই অঞ্চলের ৯৩টি আসনের মধ্যে ৪২টিতে এগিয়ে বিজেপি। এই ৯৩ আসনের মধ্যে ৬৬ আসন জেতার লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি। টিভি নাইনের রিসার্চ উইংয় অনুযায়ী ১৭২টি আসনে জিততে পারে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২০০ আসন জেতার লক্ষ্যমাত্রা নিয়েছেন। এর আগে লোকসভা নির্বাচনে ২২টি আসনে জেতার লক্ষ্যমাত্রা নিয়ে ১৮ আসন জিতেছিল বিজেপি।

আরও পড়ুন: দুর্ঘটনা থেকে আঘাত না, কোনও দোষ নেই মানুষের: নন্দীগ্রামে ‘ভূমিকন্যা’ মমতা