ভোটপ্রচারে শুভেন্দুর বক্তব্যের ব্যাখ্যা চেয়ে দিল্লি থেকে চিঠি পাঠাল কমিশন
অভিযোগ ছিল, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) গত ২৯ মার্চ এক জনসভায় তাঁর বক্তব্যের মাধ্যমে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করেছেন।
নয়া দিল্লি: শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নির্বাচন কমিশনের নোটিস। নন্দীগ্রামের এক সভায় শুভেন্দুর বক্তব্যের ব্যাখ্যা চেয়ে বৃহস্পতিবার তাঁকে এই নোটিস পাঠানো হয়েছে। আগামী ২৪ ঘণ্টার জবাব তলব করেছে কমিশন। সিপিআইএমএল-এর কবিতা কৃষ্ণণ এ সংক্রান্ত একটি অভিযোগ জানিয়েছিলেন। তারই প্রেক্ষিতে কমিশনের এই পদক্ষেপ।
কবিতা কৃষ্ণণের অভিযোগ ছিল, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী গত ২৯ মার্চ এক জনসভায় তাঁর বক্তব্যের মাধ্যমে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করেছেন। নির্বাচন কমিশন সংবাদমাধ্যমের একটি ভিডিয়ো ক্লিপিংয়ের প্রসঙ্গ তুলে ধরে বলে, ‘শুভেন্দু সেদিন বলেছিলেন —আমি কীর্তন শুনতে ও গাইতে ভালবাসি। এ নিয়ে আপনাদের নতুন করে কিছু বলার নেই। একদিকে বেগম আমাদের প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে রয়েছে আপনাদের পরিবারের ছেলে, আপনাদের দাদা, ভাই, বন্ধু। আমাকে বলুন কাকে আপনারা গ্রহণ করবেন। আপনারা বেগমকে ভোট দেবেন না।আপনারা যদি বেগমকে ভোট দেন এখানে মিনি পাকিস্তান হবে। দাউদ ইব্রাহিম আপনাদের এলাকায় ঘুরবে…।’
শুভেন্দুর বক্তব্যের এই অংশ নিয়ে আপত্তি জানিয়েই কমিশনে যান কবিতা। একইসঙ্গে কমিশনের চিঠিতে বলা হয়, শুভেন্দু সেদিন বলেছিলেন, ‘কোন ফুলে রামচন্দ্র মা দুর্গার পুজো করেছিলেন? আপনাদের সকলের উচিৎ সেই ফুলেই ভোট দেওয়া, পদ্মে!’
আরও পড়ুন: শিশির অধিকারীকে ‘প্রাণনাশের হুমকি’, বর্ধমান থেকে গ্রেফতার যুবক
কমিশন উপরিউক্ত উদ্ধৃত অংশগুলিরই ব্যাখ্যা চেয়েছে শুভেন্দু অধিকারীর কাছ থেকে। একজন ভোটপ্রার্থীর প্রচারে এ ধরনের বক্তব্য নির্বাচনী বিধি ভঙ্গের সমান বলেই মনে করছে কমিশন। এই বক্তব্যের মাধ্যমে শুভেন্দু কী বোঝাতে চেয়েছেন তা জানতে চায় নির্বাচন কমিশন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তা জানাতে বলা হয়েছে শুভেন্দুকে।