AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভোটের প্রচারে থাকতে হবে, সংসদে হাজির থাকা কঠিন, অধিবেশন স্থগিত রাখার আর্জি তৃণমূলের

আজ থেকে সংসদের (Parliament) অধিবেশন শুরু হচ্ছে। চলবে ৮ এপ্রিল পর্যন্ত।

ভোটের প্রচারে থাকতে হবে, সংসদে হাজির থাকা কঠিন, অধিবেশন স্থগিত রাখার আর্জি তৃণমূলের
ফাইল চিত্র।
| Updated on: Mar 08, 2021 | 10:05 AM
Share

কলকাতা: পাঁচ রাজ্যে ভোট (State Assembly Election)। সংসদ অধিবেশন স্থগিত রাখার আর্জি তৃণমূলের। লোকসভার অধ্যক্ষকে চিঠি দিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের অধিবেশন। তার আগেই অধ্যক্ষকে চিঠি তৃণমূল সাংসদের। একইসঙ্গে রাজ্যসভার চেয়ারম্যানকেও চিঠি দেন অপর তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

সুদীপ বন্দ্যোপাধ্যায় তাঁর চিঠিতে লেখেন, ‘ইতিমধ্যেই পাঁচ জায়গায় বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এরমধ্যে বাংলাও রয়েছে। এখন পুরোদমে সেখানে ভোট প্রচারের সময়। এই সময় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সংসদ-সদস্যদের সংসদ অধিবেশনে হাজির থাকা কঠিন। ৮ মার্চ থেকে অধিবেশন শুরু হচ্ছে। চলবে ৮ এপ্রিল পর্যন্ত। আমার বিনীত অনুরোধ ভোটের জন্য এই অধিবেশন স্থগিত রাখা হোক।’

একইসঙ্গে ডেরেকের চিঠিতেও বলা হয়েছে, ‘গত ২৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন বাংলা-সহ পাঁচ রাজ্যে ভোট ঘোষণা করেছে। কিন্তু ভোটের প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকার জন্য এই মুহূর্তে তৃণমূল সাংসদদের রাজ্যসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়ে উপস্থিত থাকা কঠিন। যদি এই অধিবেশন স্থগিত রাখা যায় তা হলে ভাল হয়।’

এমন ঘটনা যে নজিরবিহীন নয়, নিজের চিঠিতে সে উদাহরণও তুলে ধরেন ডেরেক। লেখেন, এর আগে ২০১১ ও ২০০৮ সালেও ভোটের কারণে সংসদ অধিবেশন স্থগিত রাখা হয়েছিল। এবারও তেমনটাই চাইছে তৃণমূল।