West Bengal Assembly Election 2021: ‘ভোট দিতে গেলেই কেটে ফেলব’, বুথের সামনেই কাটারি হাতে চমকাচ্ছে যুবক

পটাশপুরের (Pataspur) চক গোপালপুর এলাকায় একটি বুথের একশো মিটারের মধ্যেই ধরা পড়ল এই ছবি (West Bengal Assembly Election 2021)।

West Bengal Assembly Election 2021: 'ভোট দিতে গেলেই কেটে ফেলব', বুথের সামনেই কাটারি হাতে চমকাচ্ছে যুবক
কাঠারি হাতে ঘুরছে দুষ্কৃতীরা
Follow Us:
| Updated on: Mar 27, 2021 | 2:22 PM

পূর্ব মেদিনীপুর: ‘ভোট দিতে গেলেই কেটে ফেলব’ কাটারি হাতে ভোটারদের রীতিমতো চমকাচ্ছে যুবক। পটাশপুরের (Pataspur) চক গোপালপুর এলাকায় একটি বুথের একশো মিটারের মধ্যেই ধরা পড়ল এই ছবি (West Bengal Assembly Election 2021)।

প্রথম দফা নির্বাচনের সাম্প্রতিকতম আপডেট জানতে ক্লিক করুন 

পটাশপুরের চক গোপালপুর এলাকায় ধান খেতের মাঝে দাঁড়িয়ে রয়েছে বেশ কয়েকজন যুবক। TV9 বাংলার ক্যামেরায় ধরা পড়ে হাফ প্যান্ট পরা গামছা গলায় এক যুবককে। কাটারি হাতে আল পথ ধরে ঘুরে বেড়াচ্ছে সে। এপাশ ওপাশ করছে। গ্রামবাসীরও অভিযোগ করেন, এ রকম বেশ কয়েকজন যুবক মাঝ রাস্তায় দাঁড়িয়ে ভয় দেখাচ্ছে। ভোট দিলে কেটে ফেলা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ।

আরও পড়ুন: কানে শুকনো রক্ত, গলায় নখের আঁচড়! কেশিয়াড়িতে বাড়ির উঠোনে বিজেপি কর্মীর দেহ

খবর পেয়ে ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী। চকগোপাল প্রাথমিক বিদ্যালয়ের বুথে যান এক আধিকারিক। তিনি প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলেন। কোনও ভোটারকে যাতে কোনওভাবেই প্রভাবিত করা না যায়, তা নিশ্চিত করেন তিনি। অন্যদিকে, কাঁথিতেই ভোটগ্রহণ নিয়ে উত্তেজনা তৈরি হয়।