West Bengal Assembly Election 2021 Phase 5: ছবি তুলছিলেন চিত্র সাংবাদিক, হাত উঁচিয়ে TV9 বাংলার প্রতিনিধিকে জওয়ান বললেন, ‘মারুঙ্গা এক চাপ্পড়’!

পঞ্চম দফার ভোটে (West Bengal Assemble Election 2021) নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সব বুথ। নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদেরও বুথে ঢুকতে বাধা দেওয়া হয়। এরকমই চিত্র ধরা পড়ল দেগঙ্গায় (Deganga)। TV9 বাংলার প্রতিনিধিকেও বুথে ঢুকতে বাধা দেওয়া হয়।

West Bengal Assembly Election 2021 Phase 5: ছবি তুলছিলেন চিত্র সাংবাদিক, হাত উঁচিয়ে TV9 বাংলার প্রতিনিধিকে জওয়ান বললেন, 'মারুঙ্গা এক চাপ্পড়'!
চিত্র সাংবাদিককে চড় মারার 'হুমকি'
Follow Us:
| Updated on: Apr 17, 2021 | 7:31 AM

দেগঙ্গা: শীতলকুচির পর অতি সতর্ক কেন্দ্রীয় বাহিনী। পঞ্চম দফার ভোটে (West Bengal Assemble Election 2021) নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সব বুথ। নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদেরও বুথে ঢুকতে বাধা দেওয়া হয়। এরকমই চিত্র ধরা পড়ল দেগঙ্গায় (Deganga)। TV9 বাংলার প্রতিনিধিকেও বুথে ঢুকতে বাধা দেওয়া হয়। সাংবাদিকের সঙ্গে বচসা জড়িয়ে পড়েন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

দেগঙ্গার জফরপুর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের বুথে খবর করতে ঢুকতে যান এক সাংবাদিক। তখন বুথের বাইরে দাঁড়িয়ে থাকা কেন্দ্রীয় বাহিনী TV9 বাংলার সাংবাদিক ও চিত্র সাংবাদিককে ঢুকতে বাধা দেয়। সেই সময় সাংবাদিক বলেন, তাঁর কাছে কার্ডরয়েছে। সেই কার্ডও দেখতে অস্বীকার করেন কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। স্পষ্ট জানিয়ে দেন, ‘বুথে ঢুকতে দেবই না আমরা।’

সাংবাদিকদের সঙ্গে বচসায় জওয়ান

গোটা ঘটনার ছবি করছিলেন চিত্র সাংবাদিক। তখন অপর এক জওয়ান হাতের তালু উঁচিয়ে বলেন, “মারুঙ্গা এক চপ্পড়….” চিত্র সাংবাদিক উত্তেজিত হয়ে পড়েন। বলেন, “মারুন না আমাকে…” জওয়ান বলেন, “শান্ত হয়ে যান আপনারা”। সাংবাদিক বোঝানোর চেষ্টা করতে থাকেন, “যে আপনারা আপনাদের কাজটা করুন, আমাদের কাজটা করতে দিন।” কিন্তু জওয়ানরা সে কথা শুনতে চান না।