West Bengal Assembly Election 2021 Phase8: খাস কলকাতায় অবাক কাণ্ড! ভোটারদের নিয়ন্ত্রণ করছেন ‘পাড়ার ছেলে’

শেষ দফার ভোটে (West Bengal Assembly Election 2021 Phase 8) চাঞ্চল্যকর  অভিযোগ শ্যামপুকুর ৮ নম্বর ওয়ার্ডে।

West Bengal Assembly Election 2021 Phase8:  খাস কলকাতায় অবাক কাণ্ড! ভোটারদের নিয়ন্ত্রণ করছেন 'পাড়ার ছেলে'
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Apr 29, 2021 | 8:57 AM

কলকাতা: ‘দাদা ঠিক করে দাঁড়ান’. ভোটের লাইন নিয়ন্ত্রণ করছেন ‘পাড়ার ছেলে’। তাঁকে নাকি দায়িত্ব দিয়েছে পুলিশই। শেষ দফার ভোটে (West Bengal Assembly Election 2021 Phase 8) চাঞ্চল্যকর  অভিযোগ শ্যামপুকুর ৮ নম্বর ওয়ার্ডে।

শ্যামপুকুরের বাসিন্দা লালা গেঞ্জি পরিহিত ওই যুবক। এলাকাতেই ঘুরে বেড়ান তিনি। ভোটের সকাল থেকেই ভোটের লাইনে সামলাতে দেখা যাচ্ছিল তাঁকে। ভোট দিতে আসা বাকি বাসিন্দাদের নজরেও পড়ে বিষয়টি। কারোর কারোর আবার ভোটার কার্ডও দেখতে চাইছেন তিনি। ভোটারদের কেউ অবাকের সুরেই প্রশ্ন তোলেন, ‘ও তো পাড়ার ছেলে। ও কেন এসব সামলাচ্ছে?’

প্রশ্নটা করা হয় ওই যুবককেও। তাঁর দাবি, পুলিশই নাকি ভোটারদের লাইন সামলাতে বলেছে। পুলিশকে করা হয় প্রশ্নটা। কর্তব্যরত পুলিশ কর্মীরা অবশ্য সটান যুবকের দাবি অস্বীকার করে গিয়েছেন।

আরও পড়ুন: West Bengal Assembly Election 2021 Phase 8: বুথে যাওয়ার উদ্দেশেই বাড়ি থেকে বেরিয়েছিলেন, লাভপুরে খোঁজ নেই বিজেপি এজেন্টের

বিজেপি অবশ্য দাবি করছে, ‘পাড়ার ছেলে’ আসলে তৃণমূল কর্মী। তৃণমূলের তরফ থেকে অবশ্য কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।