ছাপিয়ে গেল অতীতের সব রেকর্ড! দ্বিতীয় দফার আগেই কমিশনে অভিযোগের পাহাড়

Mar 31, 2021 | 9:48 AM

দ্বিতীয় দফা নির্বাচনের (West Bengal Assembly Election 2021)আগে নির্বাচন কমিশনের (Election Commission) কাছে অভিযোগের পাহাড়।

ছাপিয়ে গেল অতীতের সব রেকর্ড! দ্বিতীয় দফার আগেই কমিশনে অভিযোগের পাহাড়
ফাইল চিত্র

Follow Us

কলকাতা: দ্বিতীয় দফা নির্বাচনের (West Bengal Assembly Election 2021)আগে নির্বাচন কমিশনের (Election Commission) কাছে অভিযোগের পাহাড়। গত লোকসভা ভোটের রেকর্ড ছাপিয়ে গেল এবারের দ্বিতীয় দফা নির্বাচনের আগেই। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে সি-ভিজিল অ্যাপে অভিযোগ জমা পড়েছিল ১৩,১১৮টা। এবার বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফা ভোটের আগেই অভিযোগ ছাপিয়ে গিয়েছে। সংখ্যাটা ১৩,২০৭টা। দ্বিতীয় দফায় নন্দীগ্রামের মতো কেন্দ্র রয়েছে, তাই সতর্ক নির্বাচন কমিশনও। চার জেলার ভোট নিয়ে অতি তৎপর কমিশন। বাড়ানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও।

আরও পড়ুন: মমতা দিদি নন্দীগ্রাম গেলেই যদি কাশ্মীর হয়ে যায় তবে বুঝতে হবে হিন্দু-মুসলিমের কার্ড খেলা হচ্ছে: দেব

উল্লেখ্য, লোকসভা নির্বাচনে সব দফা মিলিয়ে যে অভিযোগ ছিল, তা এবার দু’দফা কাটার আগেই ছাপিয়ে গিয়েছে। দেখা গিয়েছে, বিজেপির তরফ থেকেই কমিশনে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে। ভোটপ্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বদ্ধ পরিকর নির্বাচন কমিশন। সেক্ষেত্রে দ্বিতীয় দফায় নন্দীগ্রামের মতো হাইভোল্টেজ কেন্দ্র রয়েছে। সেখানেই মোতায়েন রয়েছে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অনান্য সব কেন্দ্র মিলিয়ে রয়েছে ৬৫১ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে।

এক নজরে দেখে নিন দ্বিতীয় দফায় কোন কোন জেলায় কত কেন্দ্রীয় বাহিনী

পূর্ব মেদিনীপুরে ১৯৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

পশ্চিম মেদিনীপুরে ২১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

বাঁকুড়া ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

দক্ষিণ ২৪ পরগনা ৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

Next Article