রাত পোহালেই ভোট, নন্দীগ্রামে জারি হল ১৪৪ ধারা
রাত পোহালেই নির্বাচন নন্দীগ্রামে (Nandigram)। একুশের নির্বাচনের (West Bengal Assembly Election 2021) 'এপিসেন্টার' সেই নন্দীগ্রামেই বাড়তি সতর্কতা নির্বাচন কমিশনের (Election Commission)।
নন্দীগ্রাম: রাত পোহালেই নির্বাচন নন্দীগ্রামে (Nandigram)। একুশের নির্বাচনের (West Bengal Assembly Election 2021) ‘এপিসেন্টার’ সেই নন্দীগ্রামেই বাড়তি সতর্কতা নির্বাচন কমিশনের (Election Commission)। নন্দীগ্রামে জারি হল ১৪৪ ধারা।
কমিশন বলছেন, নন্দীগ্রামের ৩৫৫টি বুথই স্পর্শকাতর। আর তার জেরেই ১৪৪ ধারা জারি করল কমিশন। বুধবার সন্ধ্যা সাড়ে ছটার পর থেকেই এই নির্দেশ কার্যকর করা হবে। এক সঙ্গে পাঁচ জনের বেশি জমায়েত করা যাবে না। নন্দীগ্রামে মোতায়েন করা হয়েছে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
ইতিমধ্যেই প্রার্থী সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় ভোট লুঠ হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। মঙ্গলবারই নন্দীগ্রামে প্রচার চালানোর সময়ে আক্রান্ত হন মীনাক্ষী মুখোপাধ্যায়। নন্দীগ্রামের ভূতনি মোড়ে ঘটনাটি ঘটে। আবার ময়নায় বিজেপি প্রার্থী অশোক দিন্দার ওপর আক্রমণ হয়। এরপর বাড়ানো হয় অশোক দিন্দার নিরাপত্তাও।
কেন বারবার নন্দীগ্রামে হামলা, অশান্তির অভিযোগ উঠছে. তাতে বিরক্ত হয় কমিশন। দফায় দফায় বৈঠকে বসেন কমিশনের কর্তারা। নন্দীগ্রামের সব বুথই স্পর্শকাতর হিসাবে ঘোষণা করা হয়। সিদ্ধান্ত নেওয়া হয় নন্দীগ্রামের প্রতিটি বুথেই ৮ জন জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন থাকবেন। ভোটের ঠিক ৪৮ ঘণ্টা আগে হলদিয়ার এসডিপিওকে বদলির নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুন: ঘিরে ধরছেন মহিলারা! শুভেন্দুর নিরাপত্তায় এবার মহিলা সিআরপিএফ জওয়ান
বুধবার সকাল থেকেই নন্দীগ্রাম চষে বেড়াচ্ছে কেন্দ্রীয় বাহিনী। সঙ্গে রয়েছে রাজ্য পুলিশও। এরিয়া ডোমিনেশন করছেন তাঁরা। হেভিওয়েট দুই প্রার্থীর লড়াইয়ের দিকে তাকিয়ে গোটা বাংলা।
এক নজরে দেখে নিন নন্দীগ্রামের ভোট চিত্র
নন্দীগ্রাম বিধানসভা (২০১৯ লোকসভা নিরিখে) (Lok Sabha Elections 2019: Nandigram constituency)
দল | প্রার্থী | ভোট | শতাংশ |
---|---|---|---|
তৃণমূল (TMC) | দিব্যেন্দু অধিকারী (DIBYENDU ADHIKARI) | ১৩০৬৫৯ | ৬৩.১ |
বিজেপি (BJP) | সিদ্ধার্থ শঙ্কর রায় (SIDHARTHASHANKAR NASKAR) | ৬২২৬৮ | ৩০.১ |
সিপিএম (CPIM) | সেক ইব্রাহিম আলি (SK IBRAHIM ALI) | ৯৩৫৯ | ৪.৫ |
কেউ না (NOTA) | – | – | – |
নন্দীগ্রাম বিধানসভা ২০১৬ (West Bengal assembly elections, 2016: Nandigram constituency)
দল | প্রার্থী | ভোট | শতাংশ |
---|---|---|---|
তৃণমূল (TMC) | শুভেন্দু অধিকারী (SUVENDU ADHIKARI ) | ১৩৪৬২৩ | ৬৬.৮ |
সিপিআই (CPI) | আবদুল কবির সেখ (ABDUL KABIR SEKH) | ৫৩৩৯৩ | ২৬.৫ |
বিজেপি (BJP) | বিজন কুমার দাস (BIJAN KUMAR DAS) | ১০৭১৩ | ৫.৩২ |
কেউ না (NOTA) | – | ||
– | – | – | – |
নন্দীগ্রাম বিধানসভা ২০১১ (West Bengal assembly elections, 2011: Nandigram constituency)
দল | প্রার্থী | ভোট | শতাংশ |
---|---|---|---|
তৃণমূল (TMC) | ফিরোজা বিবি (PHIROJA BIBI) | ১০৪৭৫৩ | ৬০.১৮ |
সিপিআই (CPI) | পরমানন্দ ভারতী (PARAMANANDA BHARATI) | ৫৯৬৬০ | ৩৪.৭৬ |
বিজেপি (BJP) | বিজন কুমার দাস (BIJAN KUMAR DAS) | ৫৮১৩ | ৩.৩৯ |
পিডিসিআই (PDCI) | মেহদি মাসুদ শেখ (MEHDI MASUD SHEKH) | ২৮৯৮ | ১.৬৯ |
কেউ না (NOTA) | – | – | – |