West Bengal Election 2021 Phase 7: ভোটের দুপুরে শালপাতায় গরম গরম ডাল, ভাত, পাঁঠার ঝোল! কাঠগড়ায় মমতা!
ভোট (West Bengal elections 2021) কেন্দ্রের ২০০ মিটারের মধ্যেই এই খাওয়াদাওয়ার আয়োজন করা হয় বলে অভিযোগ।
পশ্চিম বর্ধমান: ভোট (West Bengal elections 2021) কিনতে পাঁঠার মাংস ভাত খাওয়াতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। সোমবার ভোট সপ্তমীতে এভাবেই তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ করলেন আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তাঁর অভিযোগ, ডাল-ভাত-সোয়াবিন-পাঁঠার মাংস খাইয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে আসানসোলের জেকে নগর ওল্ডমাইন্স এলাকায়।
আরও পড়ুন: সায়নীকে উদ্ধত তর্জনী পুলিসের ‘মাই নেম ইজ এন মণ্ডল’, ‘ডোন্ট শাউট’ পাল্টা প্রার্থী
বিজেপির অভিযোগ, ভোটের দুপুরে স্থানীয় ২৩৯এ বুথের কাছে তৃণমূলের দলীয় কার্যালয়ে ‘বাচ্চা পার্টি’ চলছিল। শালপাতায় ডাল, ভাত, গরমাগরম পাঁঠার মাংস খাচ্ছিলেন প্রায় ১০০ জনের মত। অগ্নিমিত্রা পালের কথায়, “আমি আসছি দেখেই দৌড় লাগাল ওরা। একজন বলছে বাচ্চা পার্টি চলছে। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন এমনই করুণ দশা যে পাঠার মাংস খাইয়ে ভোট কিনতে হচ্ছে।”
আরও পড়ুন: ‘ভোটার কার্ড দেখাতেই আমাকে বলে ইউ আর ডেড!’, ভোট দিতে না পেরে ক্ষোভে ফুঁসছেন চুরাশির বৃদ্ধ
ভোট কেন্দ্রের ২০০ মিটারের মধ্যেই এই খাওয়াদাওয়ার আয়োজন করা হয় বলে অভিযোগ বিজেপির। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তখনই খাবারের থালা ফেলে পিছনের দরজা দিয়ে সব পালিয়ে যান। যেখানে খাওয়াদাওয়া চলছিল সেখানে তৃণমূলের দলীয় পতাকা, ভোটার লিস্ট, ম্যানিফেস্টো, তৃণমূল প্রার্থীর ছবি দেওয়া স্বেচ্ছাসেবক কার্ডও উদ্ধার হয়। এদিকে বিকেলের দিকে এলাকায় যান তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। তাঁর কাছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ জানান স্থানীয়রা।