২৫ লাখি বাড়ি পার্থর, শিক্ষাগত যোগ্যতা কত?
১৯৮২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি নিয়ে পড়াশোনা। ১৯৮৭ সালে ব্রিটেনের ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি নিয়ে পড়াশোনা করেন শিক্ষামন্ত্রী।
কলকাতা: রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এ বার বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিম কেন্দ্রের প্রার্থী। তাঁর বিরুদ্ধে বিজেপি টিকিট দিয়েছে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্য়ায়কে। লড়াই গ্ল্যামারের সঙ্গে রাজনৈতিক অভিজ্ঞতার। সেই মর্মে নির্বাচন কমিশনের কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। মনোনয়ন পত্রে গাড়ি,বাড়ি থেকে শিক্ষাগত যোগ্যতা সব বিষয়ে নিজের হালহকিকত জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
মনোনয়নপত্রে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, তাঁর হাতে এখন নগদ রয়েছে ১ লক্ষ ৪৮ হাজার ৬৭৬ টাকা। কলকাতার চারটি ব্যাঙ্ক ও এলআইসি মিলিয়ে তাঁর মোট অস্থাবর সম্পত্তির মূল্য ৯০ লক্ষ ৯৪ হাজার ৮৬৩ টাকা ৮৪ পয়সা। তাঁর কোনও জমি নেই। নাকতলায় ১,০৮০ বর্গফুটের একটি বাড়ি রয়েছে। যার বাজার মূল্য ২৫ লক্ষ টাকা। শিক্ষামন্ত্রী উচ্চ মাধ্যমিক পাশ করেছেন নিউ আলিপুর মাল্টিপারপজ় স্কুল থেকে। ১৯৭৩ সালে অর্থনীতিতে স্নাতক হয়েছেন আশুতোষ কলেজ থেকে।
১৯৮১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর হন পার্থ। ১৯৮২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি নিয়ে পড়াশোনা। ১৯৮৭ সালে ব্রিটেনের ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি নিয়ে পড়াশোনা করেন শিক্ষামন্ত্রী। ২০১৫ সালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডক্টরেট পান পার্থ চট্টোপাধ্যায়। ২০১৯-২০ অর্থবর্ষে পার্থ চট্টোপাধ্যায়ের আয় ৫ লক্ষ ৩৯ হাজার ৭২০ টাকা। মনোনয়ন পত্রে পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে কোনও মামলা নেই।