‘বেলবটমের তলায় হিল লুকিয়ে রাখেন’, সলমনের সত্যি ফাঁস করলেন অভিজিত্
সম্প্রতি একটা সাক্ষাত্কারে অভিজিত্ খোলসা করেছেন, ''বলিউডে একজন নায়ক আছেন, যাঁর উচ্চতা তুলনায় কম। সেই কারণে আমরা যেরকম নানা ধরনের প্যান্ট পরি, উনি পরতে পারেন না। বেলবটম পরেন। সেই বেলবটমের মধ্যে লুকোনো থাকে জুতোর হিল।''

সলমন খানের উচ্চতা তুলনায় কম। সেই কারণে তিনি যে কোনও প্যান্ট পরতে পারেন না। এবার সেই সত্যিটা সামনে আনলেন গায়ক অভিজিত্ ভট্টাচার্য। সম্প্রতি একটা সাক্ষাত্কারে অভিজিত্ খোলসা করেছেন, ”বলিউডে একজন নায়ক আছেন, যাঁর উচ্চতা তুলনায় কম। সেই কারণে আমরা যেরকম নানা ধরনের প্যান্ট পরি, উনি পরতে পারেন না। বেলবটম পরেন। সেই বেলবটমের মধ্যে লুকোনো থাকে জুতোর হিল।” হিল দেওয়া জুতো পরে উচ্চতা বাড়িয়ে সলমন খান সকলের সামনে আসেন, এমনই দাবি অভিজিতের। অভিজিত্ যোগ করেছেন, ”এমন নায়কদের উচ্চতা কম বলেই, শিল্পা শেট্টি বা সুস্মিতা সেনের মতো নায়িকাদের বলিউডে কাজ পেতে অসুবিধা হয়েছে।” এ কথা সত্যি, ভারতীয় ছবিতে নায়িকা নায়কের থেকে লম্বা, এমনটা সাধারণত দেখা যায় না। এই মুহূর্তে ভারতের সুপারস্টার অন্য কারণেও চর্চায় রয়েছেন। সলমন পঞ্চমবার হত্যার হুমকি পেয়েছেন ১৪ এপ্রিল। গত সোমবার সকাল থেকেই এই খবরের জেরে তোলপাড় হয় সোশ্যাল মিডিয়া। মুম্বই পুলিশের কাছে একটি অজ্ঞাত নম্বর থেকে বার্তা পাঠানো হয়। মুম্বই ট্র্যাফিক পুলিশের হেল্পলাইন নম্বরের হোয়াটসঅ্যাপে এদিন মেসেজ আসে, যেখানে বলা ছিল— সলমন খানকে তাঁর বাড়িতে ঢুকে খুন করা হবে এবং তাঁর গাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে।
যে হোয়াটস অ্যাপ নম্বর থেকে হুমকির বার্তা পাঠানো হয়েছিল, সেই নম্বর খতিয়ে দেখে স্থানীয় পুলিশ খুঁজে বার করেছে, কে সেই ব্যক্তি। বছর ২৬-এর যুবক, নাম ময়ঙ্ক পাণ্ডে। রভল গ্রামের বাসিন্দা। সোমবার অর্থাৎ ১৪ এপ্রিল তাকে জিজ্ঞাসাবাদ করে মুম্বই পুলিশ। দীর্ঘক্ষণ প্রশ্ন করার পর, পুলিশের ধারণা, যুবক মানসিক ভারসাম্যহীন। যদিও জিজ্ঞাসাবাদ করার জন্যে তাকে আরও একবার ডেকে পাঠানো হয়েছে। যুবকের পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, গত ১১ বছর ধরে তার মানসিক চিকিৎসা চলছে। শীঘ্রই সে পরিবারের সঙ্গে মুম্বই আসতে চলেছে। পুলিশের সামনে বয়ানও রেকর্ড করবে বলে খবর। যদিও বিষয়টা খোলসা হতে এখনও বেশ কিছুটা সময় লাগবে বলেই অনুমান।





