AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বউয়ের সঙ্গে প্রথমবার শুটিং করে নার্ভাস ‘হাতোড়া ত্যাগী’ অভিষেক

অভিষেক জানালেন, একটা ফার্নিচার ব্র্যান্ডের জন্য লাইফস্টাইল শুট করলেন তিনি এবং টিনা। প্রথমবার স্ত্রীকে শুটিংয়ে দেখে ‘ইমপ্রেসড’ হয়ে গিয়েছেন তিনি।

বউয়ের সঙ্গে প্রথমবার শুটিং করে নার্ভাস ‘হাতোড়া ত্যাগী’ অভিষেক
অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।
| Updated on: Feb 08, 2021 | 8:06 PM
Share

একটু ভয়। বেশ, ভয় না-লাগলেও তাঁকে অনস্ক্রিন দেখে আপনি নার্ভাস হয়েছিলেন নিশ্চিত। তিনি অর্থাৎ ওয়েব সিরিজ ‘পাতাললোক’-এর ‘হাতোড়া ত্যাগী’ ওরফে অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ‘পাতাললোক’-এ আপনি তাঁকে দেখে নার্ভাস হয়েছিলেন সম্ভবত। কিন্তু অভিষেক কাকে দেখে নার্ভাস হন? উত্তরটা হল, তাঁর স্ত্রী টিনা নোরোনহা! আর এই উত্তর দিলেন অভিষেক স্বয়ং।

সদ্য প্রথমবার টিনার সঙ্গে শুটিং করলেন অভিষেক। সেই অভিজ্ঞতার কথা স্বীকার করতে গিয়ে অভিষেক বললেন, “আমি এমন একজনের সঙ্গে কাজ করলাম, যে আমার পার্সোনাল কোচ। টিনাই আমার পার্সোনাল কোচ। কীভাবে কথা বলব, কেমন পোশাক পরব, কী রঙের পোশাক পরব, সব ও ঠিক করে দেয়। ও এভাবেই আমাকে গ্রুম করেছে।” অভিষেকের অকপট স্বীকারোক্তি, “আর যখন কেউ টিচারের সঙ্গে থাকে, তখন টেনশন কাজ করে অনেক বেশি। যে আমার ভুলগুলো সব জানে। বাইরের পৃথিবী থেকে সবটা লুকিয়ে রাখতে পারলেও বউয়ের কাছ থেকে কিছু লুকনোর কোনও উপায় নেই। ফলে নার্ভাস ছিলাম।”

অভিষেক জানালেন, একটা ফার্নিচার ব্র্যান্ডের জন্য লাইফস্টাইল শুট করলেন তিনি এবং টিনা। প্রথমবার স্ত্রীকে শুটিংয়ে দেখে ‘ইমপ্রেসড’ হয়ে গিয়েছেন তিনি। মজা করে শুটিং করেছেন তাঁরা। অভিষেকের কথায়, “টিনা দারুণ কাজ করেছে। আরামসে শুট করেছে। আমাদের বাড়িতেই শুট হয়েছে। ফলে মজা হয়েছে অনেক বেশি। আমাদের কেমিস্ট্রিটা এক্কেবারে ন্যাচারাল ছিল। আর সেটাই বেস্ট পার্ট।”

আরও পড়ুন, কমেডির ইমেজ থেকে বেরতে চেয়েছিলাম, বলিউড সেই সুযোগ দিল: অরিত্র