মাত্র ১১, এই বয়সেই শাহরুখের ছোট ছেলে আব্রামের আয় জানলে চমকে উঠবেন

Abram Khan: পরিবারের তিন সদস্য কাজ করছেন একসঙ্গে। ছবিতে মুফাসার চরিত্র কণ্ঠ দিয়েছেন শাহরুখ খান। সিম্বার চরিত্রে কণ্ঠ দিয়েছেন আরিয়ান খান। আর মুফাসার পুত্র, বেবি মুফাসার চরিত্রে কণ্ঠ দিয়েছে আব্রাম। আর তাতেই মোটা টাকা রোজগার।

মাত্র ১১, এই বয়সেই শাহরুখের ছোট ছেলে আব্রামের আয় জানলে চমকে উঠবেন
Follow Us:
| Edited By: | Updated on: Dec 09, 2024 | 3:13 PM

শাহরুখ খানের দুই সন্তান ইতিমধ্যেই বলিউডে পা রেখেছেন। কেরিয়ার শুরু করেছেন সুহানা খান ও আরিয়ান খান। সহানা অভিনয় ও আরিয়ান পরিচালনার পথ বেছে নিয়েছে। তবে শাহরুখের ছোট ছেলে আব্রামও পিছিয়ে রইল না। মাত্র ১১ বছর বয়সেই ডেবিউ করল আব্রাম। তবে অভিনয় কিংবা অন্য ক্ষেত্রে নয়, ভয়েজ ওভার আর্টিস্ট হিসেবে এবার সিনেমার ক্রেডিট লিস্টে নাম উঠ তার। আসছে মুফাসা:দ্য লায়ন কিং ছবি। আর সেখানেই পরিবারের তিন সদস্য কাজ করছেন একসঙ্গে। ছবিতে মুফাসার চরিত্র কণ্ঠ দিয়েছেন শাহরুখ খান। সিম্বার চরিত্রে কণ্ঠ দিয়েছেন আরিয়ান খান। আর মুফাসার পুত্র, বেবি মুফাসার চরিত্রে কণ্ঠ দিয়েছে আব্রাম। আর তাতেই মোটা টাকা রোজগার।

শোনা যাচ্ছে এই ডাবিং-এর কাজের জন্য আব্রাম খান আয় করেছেন মোটের ওপর ১৫ লাখ টাকা। শাহরুখ খান দ্য লায়ন কিং-এর জার্নির সঙ্গে যুক্ত, সেবার তিনি আরিয়ান খানের সঙ্গে প্রথম কাজ করেছিলেন। এবার দুই পুত্র সন্তানকে নিয়ে এক সঙ্গে আসছেন শাহরুখ খান। ২০ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। সেখানেই আব্রামের কণ্ঠস্বর মন জয় করেছে সকলের।

প্রসঙ্গত, শাহরুখ খান কখনও চাননি, তাঁর সন্তানেরা লেখাপড়ার সঙ্গে যুক্ত থাকতে থাকতে কেরিয়ার শুরু করে দিক। তাই আরিয়ান কিংবা সুহানার ক্ষেত্রে তিনি এই অনুমতি দেননি। তবে আব্রামের ক্ষেত্রে সামান্য ব্যতিক্রম হল। যদিও আরিয়ান খানকেও শাহরুখের এক ছবিতে ছোট্টবেলায় দেখা গিয়েছিল।