নিজেকে ‘সেক্স থেরাপিস্ট’ বলেন আমির খান, ‘মহিলাদের কাছে ডেকে…’

Aamir Khan: আমির মজা করে বলেছিলেন, "আরে, আমার লুকানো প্রতিভা সম্পর্কে আপনাদের কোনও ধারণাই নেই। আমি মহিলাদের কাছে ডেকে তাঁদের বলতে পারি বাকিটা যেন তাঁরা আমার উপরই ছেড়ে দেন।"

নিজেকে 'সেক্স থেরাপিস্ট' বলেন আমির খান, 'মহিলাদের কাছে ডেকে...'
আমির খান।
Follow Us:
| Updated on: Aug 06, 2024 | 3:04 PM

হিন্দি ছবির দর্শকের কাছে পছন্দের নায়ক আমির খান। বহু হিট বলিউড ছবিতে অভিনয় করেছেন তিনি। কমেডি, অ্যাকশন, ঐতিহাসিক–যে কোনও ঘরানার ছবিতেই দাপটের সঙ্গে অভিনয় করেন আমির। ‘কফি উইথ করণ’-এ এসে করণ জোহরের ব়্যাপিড ফায়ার রাউন্ডের মুখোমুখি হয়ে এক উক্তি করেছিলেন আমির, যা নিয়ে প্রচুর আলোচনা হয়েছিল।

ব়্যাপিড ফায়ার রাউন্ডে আমিরকে করণ জিজ্ঞেস করেছিলেন, তারকাদের গোপন জীবন থাকলে তাঁদের মধ্যে কে হতেন ‘সেক্স থেরাপিস্ট’? ভাবার জন্য একটুও সময় নষ্ট না করে আমির নিজের নাম নিয়েছিলেন। বলেছিলেন, “আমিই হতে পারি সেই সেক্স থেরাপিস্ট।” মজা করে বলেছিলেন, “আরে, আমার লুকানো প্রতিভা সম্পর্কে আপনাদের কোনও ধারণাই নেই। আমি মহিলাদের কাছে ডেকে তাঁদের বলতে পারি বাকিটা যেন তাঁরা আমার উপরই ছেড়ে দেন।”

দু’বার বিয়ে করেছেন আমির খান। প্রথম বিয়ে তিনি করেছিলেন রিনা দত্তকে। ১৫ বছরের দাম্পত্যের পর তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে। তাঁদের দুই সন্তান–ইরা খান ও জুনায়েদ খান। সম্প্রতি বিয়ে করেছেন ইরা। জুনায়েদের প্রথম অভিনীত ছবি মুক্তি পেয়েছে। রিনার সঙ্গে ডিভোর্সের পর পরিচালক কিরণ রাওকে বিয়ে করেছিলেন আমির। তাঁর সঙ্গে ১৫ বছর বিবাহিত জীবন কাটানোর পর ছাড়াছা়ড়ি হয়েছে আমিরের। যদিও পুত্র আজ়াদের কো-প্যারেন্টিংয়ের জন্য তাঁদের একসঙ্গেই দেখা যায় সব জায়গায়।