দু’মাসের সন্তানকে মুম্বইতে রেখে ভোপালে আইসিইউতে ভর্তি অনিরুদ্ধর কাছে গেলেন স্ত্রী

সুভি পেশায় অভিনেত্রী। এই কঠিন সময়ে একদিকে করোনার সঙ্গে লড়াই করছেন তাঁর স্বামী। অন্যদিকে দু’মাসের সন্তানের প্রায় সব সময়ই মাকে প্রয়োজন। জীবনের এই কঠিন পরিস্থিতিতে একরকম বাধ্য হয়েই অনিরুদ্ধর কাছে গেলেন তিনি।

দু’মাসের সন্তানকে মুম্বইতে রেখে ভোপালে আইসিইউতে ভর্তি অনিরুদ্ধর কাছে গেলেন স্ত্রী
অনিরুদ্ধ দাভে (বাঁদিকে), সুভি এবং দম্পতির সন্তান (ডানদিকে)।
Follow Us:
| Updated on: May 01, 2021 | 8:46 PM

হিন্দি টেলিভিশনের (TV) জনপ্রিয় অভিনেতা (Actor) অনিরুদ্ধ দাভে করোনা (covid 19) আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি। ভোপালে চিকিৎসা চলছে তাঁর। মুম্বইতে দু’মাসের সন্তানকে রেখে ভোপালে অনিরুদ্ধর কাছে গেলেন তাঁর স্ত্রী সুভি আহুজা।

সুভি পেশায় অভিনেত্রী। এই কঠিন সময়ে একদিকে করোনার সঙ্গে লড়াই করছেন তাঁর স্বামী। অন্যদিকে দু’মাসের সন্তানের প্রায় সব সময়ই মাকে প্রয়োজন। জীবনের এই কঠিন পরিস্থিতিতে একরকম বাধ্য হয়েই অনিরুদ্ধর কাছে গেলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই খবর জানিয়ে অভিনেতার জন্য সকলকে প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন সুভি।

View this post on Instagram

A post shared by SHUBHHI (@shubhiahuja)

অনিরুদ্ধর সঙ্গে তাঁদের সন্তানের একটি পুরনো ছবি শেয়ার করেছেন সুরভি। তিনি লিখেছেন, ‘আমি অনিরুদ্ধর কাছে যাচ্ছি। বাড়িতে আমার সন্তান। ওর সব সময় আমাকে প্রয়োজন। জীবনের সবথেকে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। অনিরুদ্ধর আপনাদের প্রার্থনা প্রয়োজন। আমরা সকলে মিলে ওকে ভাল করতে পারব।’

গত সপ্তাহে করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই সোশ্যাল ওয়ালে শেয়ার করেছিলেন অনিরুদ্ধ। সে সময় ভোপালে একটি শোয়ের জন্য শুটিং করছিলেন তিনি। ভোপালেরই একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।

আরও পড়ুন, আবেদনের ১২ ঘণ্টার মধ্যে শঙ্কর ঘোষালের অ্যাকাউন্টে সাহায্য এল ৪০ হাজার টাকা

অনিরুদ্ধর বন্ধু অভিনেতা অজয় সিং চৌধুরী সাংবাদিকদের বলেন, “ভোপালে একটি সিরিজের শুটিং চলাকালীন অনিরুদ্ধর করোনা পজিটিভ ধরা পড়ে। ও ঠিক করে মুম্বই ফিরে আসার বদলে ভোপালেই চিকিৎসা করাবে। কিন্তু ওর রিপোর্টে দেখা গিয়েছে, সংক্রমণ সাধারণের তুলনায় অনেক বেশি। ফলে ওকে আইসিইউতে ভর্তি করতে হয়। সংক্রমণের কারণে অক্সিজেনের মাত্রাও ওঠা নামা করছে।”