AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘যৌন তৃপ্তির জন্য মেয়েকে সেক্স টয় কিনে দেব…!’ স্পষ্ট জানিয়ে দিলেন নায়িকা

তবে সঠিক বয়সে যদি সন্তানদের সঠিক যৌনশিক্ষা না দেওয়া হয়, তাহলে অনেক সময়ই সন্তান ভুল ধারনাকে সঙ্গে নিয়েই বিপথে চলে যায়।

'যৌন তৃপ্তির জন্য মেয়েকে সেক্স টয় কিনে দেব...!' স্পষ্ট জানিয়ে দিলেন নায়িকা
Image Credit: Social Media
| Updated on: May 05, 2025 | 3:10 PM
Share

ইন্টারনেট, অ্য়াপ, স্মার্টফোন আইফোনের যুগেও যৌনতা এখনও আমাদের সমাজে বড় একটা ট্যাবু। খোলাখুলি এই নিয়ে কথা বলতে গিয়ে অনেকেই পিছিয়ে আসেন। তবে সঠিক বয়সে যদি সন্তানদের সঠিক যৌনশিক্ষা না দেওয়া হয়, তাহলে অনেক সময়ই সন্তান ভুল ধারনাকে সঙ্গে নিয়েই বিপথে চলে যায়। আজকাল অনেক স্কুলেও ব্যাডটাচ, গুড টাচকে গুরুত্ব দেওয়া হয়। অনেক স্কুলে যৌন শিক্ষাকেও প্রাধান্য হয়। তবে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তথা অভিনেতা রাম কাপুরের স্ত্রী গৌতমী কাপুরের মতে, বাড়ি থেকেই শুরু হওয়া উচিত এই শিক্ষা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে গৌতমী জানান, ” মেয়ের বয়স তখন ১৬। জন্মদিনে মেয়েকে সোজাসুজি বললাম, তোমাকে জন্মদিনে একটা সেক্স টয় কিনে দেব বলে ভেবেছি! আমার মুখে এমন কথা শুনে মেয়ে তো একেবারে অবাক! আমাকে নানারকম কথা বলতে লাগল। মেয়েকে শান্ত করে বললাম, কী হয়েছে, মেয়ের কথা তো মাকেই ভাবতে হবে তাই না!”

গৌতমী আরও জানালেন, ”মেয়ের বয়স এখন ১৯। আমার সেই সিদ্ধান্তকে প্রশংসা করে এখন। আসলে মেয়েদের সঠিক যৌন তৃপ্তি দরকার। খুবই গুরুত্বপূর্ণ এটা। অনেক মহিলারাই জানেন না, সঠিক উপায়ে যৌন তৃপ্তি কীভাবে পাওয়া যায় বা অনেক আছেন যাঁরা রিয়্যাল অরগাজম অনুভবও করেননি। এমন অবস্থা হবে কেন? আমি চাই না আমার মেয়ে এই পরিস্থিতির মুখে পড়ুক।”

গৌতমী কাপুর ও অভিনেতা রাম কাপুর এবং তাঁদের সন্তান।