AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রয়াত অভিনেতা সতীশ শাহ

বিনোদন দুনিয়ার ফের মন খারাপের খবর। আসরানির পর এবার প্রয়াত হলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ। শনিবার মুম্বইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা। বয়স হয়েছিল ৭৪। সিনেমার পাশাপাশি ধারাবাহিকে অভিনয় করেও জনপ্রিয়তা কুড়িয়ে ছিলেন অভিনেতা।

প্রয়াত অভিনেতা সতীশ শাহ
| Edited By: | Updated on: Oct 25, 2025 | 4:28 PM
Share

বিনোদুনিয়ায় ফের মন খারাপের খবর। আসরানির পর এবার প্রয়াত হলেন বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা সতীশ শাহ। শনিবার মুম্বইয়ে এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন সতীশ। বয়স হয়েছিল ৭৪।

পারিবারিক সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বহুদিন ধরেই কিডনির সক্রান্ত নানা রোগে ভুগছিলেন অভিনেতা। এমনকী, সম্প্রতি কিডনি প্রতিস্থাপন অস্ত্রোপচারও করেছিলেন সতীশ। তবে দুদিন আগে আচমকাই শারীরিক অবস্থার অবনতি হয়। তৎক্ষণাৎ তাঁকে ভর্তি করা হয়। তবে শেষ রক্ষা হল না। জানা গিয়েছে, রবিবার অভিনেতার পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করা হবে।

মূলত থিয়েটারের অভিনেতা ছিলেন। সেখান থেকেই সুযোগ পান সিনেমায়। ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত ছবি জানে ভি দো ইয়ারোতে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন সতীশ। রাতারাতিই হয়ে উঠেছিলেন বলিউড ছবির জনপ্রিয় কৌতুক অভিনেতা। এরপর একের পর এক ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছে। হাম সাথ সাথ হ্যায়, হাম আপকে হ্যায় কউন, ম্যায় হু না, কাল হো না হো, কভি হা কভি না, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে , ওম শান্তি ওম ছবিগুলোতে দুরন্ত অভিনয় করেছিলেন সতীশ শাহ।

তবে শুধুই সিনেমা নয়, টেলিভিশনেও নজর কেড়েছিলেন সতীশ। সারা ভাই ভার্সেস সারা ভাই সিরিয়ালে অভিনয় করে দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছিলেন অভিনেতা। সতীশের মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকের ছায়া ইন্ডাস্ট্রিতে। সোশাল মিডিয়ায় দীর্ঘদিনের বন্ধুকে হারিয়ে শোক প্রকাশ করেছেন বলিউডের আরেক জনপ্রিয় কৌতুক অভিনেতা জনি লিভার। শোক প্রকাশ করেছেন পরিচালক অশোক পণ্ডিতও।