Mini Mathur: ‘ইন্ডিয়ান আইডল’-এর সবটাই আগে থেকে তৈরি করা, এবার পর্দা ফাঁস শো-সঞ্চালকের

Mini Mathur on indian idol: এই শো-এর সঙ্গে যুক্ত কিছু অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সময় তিনি বলেন, " একদিন প্রোডিউসার এসে বলেছিলেন, ধর্মেন্দ্র আর হেমা মালিনাী আসছেন, তাঁদের সঙ্গে মোমেন্ট তৈরি করতে হবে।"

Mini Mathur: 'ইন্ডিয়ান আইডল'-এর সবটাই আগে থেকে তৈরি করা, এবার পর্দা ফাঁস শো-সঞ্চালকের
ইন্ডিয়ান আইডলের সবটাই স্ক্রিপ্টেড, বলছেন শো-এর সঞ্চালক নিজেই
Follow Us:
| Edited By: | Updated on: Apr 08, 2023 | 4:14 PM

পরপর ‘ইন্ডিয়ান আইডল(Indian Idol)‘-এর ছ’টি সিজ়নে সঞ্চালনার পর সেই ভূমিকায় আর দেখা যায়নি অ্যাঙ্কর মিনি মাথুরকে(Mini Mathur)। কিন্তু কেন? সেই ব্য়াপারেই এবার মুখ খুললেন মডেল-নায়িকা মিনি। তাঁর কথায়, “ইন্ডিয়ান আইডল’ তার ইউএসপিটাই হারিয়ে ফেলেছে। তাই-ই সরে এসেছি।” তাঁর দাবি, আগে অংশগ্রহণকারীদের পারফরম্য়ান্সের উপর নির্ভর করে শো চলত, তবে এখন আর তা হয় না। প্রোডিউসারদের চাহিদা বদলে গিয়েছে। এখন গল্প বা মূহুর্ত তৈরি প্রধান হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই-ই নয়, অন্দরের কিছু গোপন তথ্য়ও ফাঁস করেছেন তিনি। রিয়্যালিটি শো-এর নামে কী-কী হয় ভিতরে, তা-ও সামনে এনেছেন মিনি। আর কী বলছেন বলিউড পরিচালক কবীর খানের স্ত্রী?

‘ইন্ডিয়ান আইডল’-এর জন্মলগ্ন থেকেই শোয়ের সঙ্গে জড়িয়ে ছিলেন মিনি। শুধু সঞ্চালনা নয়, এই শো-এর সঙ্গে একপ্রকার আত্মিক সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল তাঁর। অংশগ্রহণকারীদের সঙ্গে তাঁর এতটাই ভাল সম্পর্ক ছিল যে, তাঁদের অনেককে বাড়িতে ডেকে খাইয়েছেন পর্যন্ত। সেটে আড্ডা দেওয়া থেকে শুরু করে গল্পগুজবে মেতে থাকতেন মিনি। MTV-খ্যাত সাইরাস ব্রোচা (Cyrus Broacha)-র পডকাস্টে আক্ষেপের সুরে সম্প্রতি মিনিকে বলতে শোনা যায়, “শুধু ক্য়ামেরার সামনেই নয়, অফ ক্য়ামেরাও সারাক্ষণ আমার মুখে হাসি লেগে থাকত। শো-এর সঙ্গে জড়িত প্রায় প্রত্য়েকের জন্যই কিছু না-কিছু করেছি।তবে যতদিন গিয়েছে ‘ইন্ডিয়ান আইডল’-এর বাস্তবতাই মুছে যেতে শুরু করে। তা-ই আর কাজ চালিয়ে যেতে পারিনি।” কথায়-কথায় বিস্ফোরক মন্তব্য করে বসেন অভিনেত্রী। তাঁর কথায়, “আর কোনও বাস্তবতাই বেঁচে ছিল না শো-এর। অংশগ্রহণকারীদের আত্মীয়রা স্টেজে আসবেন, তা আগে থেকেই জানিয়ে দেওয়া হত তাঁদের।  তা সত্ত্বেও তাঁদের বলে দেওয়া হত, বাড়ির লোককে দেখে অবাক হয়েছেন এমন অভিনয় করতে।”

শো-এর সঙ্গে যুক্ত কিছু অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সময় মিনি আরও বলেন, “একদিন প্রোডিউসার এসে বলেছিলেন, ধর্মেন্দ্র আর হেমা মালিনি আসছেন; তাঁদের সঙ্গে মোমেন্ট তৈরি করতে হবে।” এই ধরনের ‘নির্দেশ’-এর পরও নিজের মতো করে কাজ করতে চেয়েছিলেন মিনি, কিন্তু তা হয়নি। কারণ তাঁকে এই ধরনের কাজের জন্য বাধ্য করা হত। শেষমেশ তাঁর মনে হয়, স্রেফ টাকার জন্য় এই কাজ তিনি করতে পারবেন না। এটা আর সেই শো-টা নেই, যাতে কাজ করে এসেছেন তিনি। তাই-ই বেরিয়ে আসার সিন্ধান্ত নেন। এবং বেরিয়েও আসেন। এরপর MTV-র বিভিন্ন রিয়্যালিটি শো, ‘ঝলক দিখলা জা’ সঞ্চালনা করলেও ‘ইন্ডিয়ান আইডল’-এর প্রথম সঞ্চালককে আর দেখা যায়নি তাঁর প্রিয়তম ট্যালেন্ট হান্ট শো-এ। সম্প্রতি আমাজ়ন প্রাইমের ভিডিয়ো সিরিজ় ‘মাইন্ড দ্য় মালহোত্রাস’-এ অভিনয় করেছেন মিনি।