Video: বিয়ে সমাপ্তির পরই যা করলেন শোভন, অবাক সোহিনী, ভাইরাল সেই রাতের ভিডিয়ো

Sohini Sarkar-Shovan Ganguly: বাঙালিদের কাছে এর নাম 'বাসর রাত'। সেই বাসরে আসর জমান বন্ধু-বান্ধব, সমবয়সি আত্মীয়-স্বজনেরা। একান্তে থাকতেই দেন না নব-দম্পতিকে। শোভন-সোহিনীর বেলাতেও তাই ঘটেছে। বর-বউয়ের বসার জায়গায় ভাগ বসালেন অভিনেতা সৌরভ দাস। শোভন হাতে তুলে নিলেন গিটার। তিনি গায়ক। বাসর রাতে গান হবে না, তাও গায়ক বরের কণ্ঠে। লোকে মানবে?

Video: বিয়ে সমাপ্তির পরই যা করলেন শোভন, অবাক সোহিনী, ভাইরাল সেই রাতের ভিডিয়ো
শোভন এবং সোহিনী।
Follow Us:
| Updated on: Jul 18, 2024 | 1:37 PM

১৫ জুলাই অভিনেত্রী সোহিনী সরকারকে বিয়ে করেছেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার এক ফার্মহাউজ়ে বিয়ে করেছেন তাঁরা। বিয়ের পর সেই ফার্মহাউজ়েই কাটে বাসর রাত। বিয়ে করেই নতুন বউকে এক নিদারুণ উপহার দিলেন শোভন। ইমোশনাল হয়ে পড়লে সোহিনী। বাসরে উপস্থিত তাঁদের বন্ধুরাও তখন চুপ। এমন কী করলেন শোভন?

বিগত কয়েক মাস ধরেই শোভন-সোহিনীর প্রেমের গুঞ্জন ছিল চরমে। অতীত ভুলে, এক্সদের হ্যাঙ্গওভার কাটিয়ে একে-অপরে মজে ছিলেন তাঁরা। করেছিলেন ভালবাসায় মোড়া একাধিক ইঙ্গিতবাহী পোস্টও। সেই ভালবাসা এবার পূর্ণতা পেল। নতুন বিবাহিত জুটি তাঁরা। এখন যাই করছেন, তাই নিয়েই নেটপাড়ায় আলোচনা। বিয়ের রাত দম্পতিদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ, এ কথা বলাই বাহুল্য! বাঙালিদের কাছে এর নাম ‘বাসর রাত’। সেই বাসরে আসর জমান বন্ধু-বান্ধব, সমবয়সি আত্মীয়-স্বজনেরা। একান্তে থাকতেই দেন না নব-দম্পতিকে। শোভন-সোহিনীর বেলাতেও তাই ঘটেছে। বর-বউয়ের বসার জায়গায় ভাগ বসালেন অভিনেতা সৌরভ দাস। শোভন হাতে তুলে নিলেন গিটার। তিনি গায়ক। বাসর রাতে গান হবে না, তাও গায়ক বরের কণ্ঠে। লোকে মানবে?

অনুরোধ ধেয়ে এল সৌরভ-দর্শনাদের থেকে। নতুন বউ সোহিনীর দিকে অপলক চেয়ে মগ্ন শোভন গান ধরনের, আহা! তিনি গাইলেন, “কিছু মনে কোরো না। কত কী যে সয়ে যেতে হয়…।” এতে কেবল গান নয়, গানের বেশে আস্ত হৃদয়টাই সোহিনীর সামনে তুলে ধরলেন যেন। স্বামীর কণ্ঠে এই গান শুনে মোহিত সোহিনী।

তবে কেবল সোহিনী নন, শোভনের এই গান প্রশংসা কুড়িয়েছে নেটিজ়েনদেরও। তার মধ্যেও ঘাপটি মেরে বসে থাকা নিন্দুকেরা কুকথা বলতে ছাড়ছেন না। বিশ্রী মনের পরিচয় দিচ্ছেন তাঁরা। লিখছেন, “এদের বিয়ে হতে এক মিনিট লাগে আর ডিভোর্স হতে আধ মিনিট।” যদিও কাপলের ফ্যানরা ফোঁস করেছেন। ভাল-ভাল কথা লিখে ধুয়ে দিয়েছেন সব নিন্দা…।