প্রথম আইবুড়ো ভাত খেলেন শ্রীময়ী, কাঞ্চনকে পাশে নিয়ে লাজে রাঙা হলেন কনে বউ
Sreemoyee-Kanchan: ৬ মার্চ আসার আগেই আইবুড়ো ভাত খেলেন শ্রীময়ী। একা তিনি নন, কাঞ্চন মল্লিককে পাশে বসিয়েই আইবুড়ো ভাত খেলেন অভিনেত্রী। সেই ভিডিয়ো এবং ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। জানিয়েছেন, তাঁদের আইবুড়ো ভাত খাইয়েছেন বন্ধুরা। যে বন্ধুরা শুরু থেকেই তাঁর এবং কাঞ্চনের এই সম্পর্কের পাশে ছিলেন।

বিয়ের বাকি আর মাত্র ৭দিন। তারপরই অভিনেতা এবং দীর্ঘদিনের প্রেমিকা কাঞ্চন মল্লিকের গলায় মালা দেবেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। আগামী ৬ মার্চ, ফাল্গুনের মিষ্টি বাতাসে সামাজিক বিয়ে করবেন তাঁরা। দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে ১০ জানুয়ারি ডিভোর্স দিয়েই ১৪ ফেব্রুয়ারি শ্রীময়ী চট্টরাজকে আইনিভাবে বিয়ে করেছেন কাঞ্চন। ৬ মার্চ আসার আগেই আইবুড়ো ভাত খেলেন শ্রীময়ী। একা তিনি নন, কাঞ্চন মল্লিককে পাশে বসিয়েই আইবুড়ো ভাত খেলেন অভিনেত্রী। সেই ভিডিয়ো এবং ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। জানিয়েছেন, তাঁদের আইবুড়ো ভাত খাইয়েছেন বন্ধুরা। যে বন্ধুরা শুরু থেকেই তাঁর এবং কাঞ্চনের এই সম্পর্কের পাশে ছিলেন।
আইবুড়ো ভাতের ছবি এবং ভিডিয়ো শেয়ার করে শ্রীময়ী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “প্রথম আয়বুড়ো ভাত। জীবনে অনেক মানুষ দেখেছি। কিন্তু এমন বন্ধু দেখিনি কোনওদিনই। তাঁরা সবসময়ই আমার পাশে ছিলেন। ভাল এবং খারাপ দুই সময়তেই তাঁদের পাশে পেয়েছি আমি। কেবল আমার নয়, কাঞ্চনেরও পাশে এসে দাঁড়িয়েছেন তাঁরা। তাঁদের কারও কোনও স্বার্থ নেই। প্রত্যেকেই নিঃস্বার্থ বন্ধু। শর্তহীনভাবে আমাদের ভালবাসেন তাঁরা। দরকারে, অদরকারে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন তাঁরা সবসময়। এমন বন্ধুত্ব পাওয়া দুর্লভ। আমাদের বন্ধুত্ব অটুট। আমাদের বন্ধুত্ব সারাজীবনের। আমাকে এবং কাঞ্চনকে সারপ্রাইজ় দিয়েছেন তাঁরা। আমরা দু’জনেই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। রক্তের সম্পর্ক না থেকেই এতখানি আপন করে নিয়েছেন তাঁরা আমাদের। তাঁরা আমাদের আত্মীয়দের চেয়েও বেশি। এমন বন্ধুদের খোয়াতে চাই না কোনওদিনও…”





