‘ছিঃ! আপনি তো…’ নাম না করে তৃণমূল সাংসদকে প্রকাশ্যে তুলোধনা অভিনেত্রী তুলিকার
চারিদিকে শুধুই যেন অশান্তির পরিবেশ। ৯ অগস্টের ঘটনার পর থেকেই প্রতিনিয়ত বেড়েই চলেছে অশান্তির পারদ। এই কেউ এক কথা বলে তো অন্য কেউ অন্য কিছু বলে। প্রতিটা জিনিস নিয়ে বিতর্ক যেন হয়েই চলেছে। এবার ফেসবুক ভিডিয়োয় তৃণমূল সাংসদ সৌগত রায়কে একহাত নিলেন অভিনেত্রী তুলিকা বসু।
চারিদিকে শুধুই যেন অশান্তির পরিবেশ। ৯ অগস্টের ঘটনার পর থেকেই প্রতিনিয়ত বেড়েই চলেছে অশান্তির পারদ। এই কেউ এক কথা বলে তো অন্য কেউ অন্য কিছু বলে। প্রতিটা জিনিস নিয়ে বিতর্ক যেন হয়েই চলেছে। এবার ফেসবুক ভিডিয়োয় তৃণমূল সাংসদ সৌগত রায়কে একহাত নিলেন অভিনেত্রী তুলিকা বসু। সম্প্রতি তারকাদের পথে নামা নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন তিনি। সৌগত বলেন, “টলিউডের বি গ্রেড, সি গ্রেড সব শিল্পী, যাঁরা নায়িকা পর্যন্ত হননি, তাঁরা বিবৃতি দিচ্ছেন। কী যায় আসে? এঁরা তারকা নয়,এঁরা স্টারলেট। স্টার এবং স্টারলেটের মধ্যে পার্থক্য নিশ্চয়ই জানা আছে। ”
ব্যস সাংসদের এই বেফাঁস মন্তব্য নিয়েই তাঁকে একহাত নিলেন তুলিকা। তাঁর ভিডিয়ো দেখে বোঝা গিয়েছে ঠিক কতটা বিরক্ত হয়েছেন তিনি। ছোট পর্দা থেকে বড় পর্দা সব মাধ্য়মেই কাজ করেছেন তিনি। অভিনেত্রী হিসাবে বরাবরই দর্শকের পছন্দের তালিকায় রয়েছেন তাঁরা। আরজি কর কাণ্ডের প্রতিবাদে সম্প্রতি পথেও নেমেছিলেন তিনি। সাংসদের কথা কানে যেতেই মোক্ষম জবাব দিলেন তিনি। নিজের ভিডিয়োয় অবশ্য কোনও নাম উল্লেখ করেননি অভিনেত্রী।
ভিডিয়ো বার্তায় তুলিকা বলেন, “ভোর সাড়ে চারটে ঘুম থেকে উঠে পড়লাম। সারারাত ছাড়া ছাড়া ঘুমোলাম। বি, সি গ্রেড? বুঝিয়ে দিলেন তো শিক্ষিত আর স্বাক্ষরের মধ্য়ে পার্থক্য আছে। আপনাদের ওখান থেকে অনেকে ফেসবুকে লিখছে খুব উলটো পালটা কথা। ভাবলাম কোথায় ধমক-টমক দেবেন, বোঝাবেন যে এটা সময় নয়। পারলেন না… বি-সি গ্রেড শিল্পীরা? আপনি নয় শুনবেন, নয় দেখবেনJ না হলে শুনবেন না, দেখবেন না। আপনারা দেখছেন আমরা শুনছি না… বুঝতে পেরে গিয়েছেন না?”
তুলিকার ঝাঁঝালো প্রশ্ন, “এত মানুষ নেমে পড়েছেন সব বি-সি গ্রেডের? কী করে এসেছেন, কী করে থাকেন, সবটা ধরা পড়ে গেছে। আমরা বুঝতে পেরে গেছি… ভয় পাচ্ছেন? সুস্থ থাকুন। (হাসি) বিবেকানন্দের খুব পছন্দের একটা গান আছে না… ‘জুড়াইতে চাই কোথায় জুড়াই…’, গানটা শুনুন। আসলে আপনি জেড গ্রেডেড তো। আপনি বয়স্ক প্রণাম… ছিঃ।” তবে সেদিন শুধু সিনেমাপাড়ার অভিনেতা অভিনেত্রীদের নিয়ে নয়, সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল এবং অরিজিত্ সিংকে নিয়েও মন্তব্য করেন সৌগত।