Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কাজে ফিরলেন সইফ, হাতে প্লাস্টার নিয়েই সাংবাদিকদের মুখোমুখি নায়ক

১৫ জানুয়ারি মধ্যরাতে বাড়িতে দুষ্কৃতীর হানা। তার পর ছুরির আঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকা। গত কয়েক দিনে সইফ আলি খানের জীবন রীতিমতো তোলপাড় হয়ে গিয়েছে। সেই ঘটনার পর এই প্রথম সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন অভিনেতা।

কাজে ফিরলেন সইফ, হাতে প্লাস্টার নিয়েই সাংবাদিকদের মুখোমুখি নায়ক
Follow Us:
| Edited By: | Updated on: Feb 03, 2025 | 9:02 PM

১৫ জানুয়ারি মধ্যরাতে বাড়িতে দুষ্কৃতীর হানা। তার পর ছুরির আঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকা। গত কয়েক দিনে সইফ আলি খানের জীবন রীতিমতো তোলপাড় হয়ে গিয়েছে। সেই ঘটনার পর এই প্রথম সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন অভিনেতা। গত ২১ জানুয়ারি হাসপাতাল থেকে বাড়িতে ফেরেন সইফ। তার পর মুম্বই পুলিশকে নিয়মমাফিক তদন্তে সাহায্য করে চলেছেন নায়ক। সোমবার মুম্বইয়ে তাঁর নতুন কাজের সূত্রে সাংবাদিকদের মুখোমুখি হন সইফ। অভিনেতার পরনে ছিল ডেনিম শার্ট এবং জিন্স। চুল ব্যাকব্রাশ করা এবং পাতলা গোঁফ। তবে অভিনেতার বাঁ হাতে ব্যান্ডেজে সকলের নজর গিয়েছে। স্বাভাবিক ভাবেই সাংবাদিক সম্মেলনে সইফের দিকে একাধিক প্রশ্ন আসে। অভিনেতা কেমন আছেন, জানতে চান অনেকেই। সইফ তাঁর সংক্ষিপ্ত উত্তরে বলেন,‘‘এখানে আপনাদের সকলের সামনে দাঁড়িয়ে থাকতে পেরে ভাল লাগছে। আমি এই ছবিটা নিয়ে খুবই উত্তেজিত।’’

সোমবার একটি প্রথম সারির ওটিটি প্ল্যাটফর্ম তাঁদের পরবর্তী কাজের ঝলক প্রকাশ্যে আনে, যার মধ্যে রয়েছে সইফ অভিনীত ‘জুয়েল থিফ’ ছবিটি। একটি মূল্যবান হীরে চুরির ঘটনা ছবির প্রেক্ষাপট। সইফ ছাড়াও অভিনয় করেছেন জয়দীপ অহলাওয়াট। ছবিটির অন্যতম প্রযোজক সিদ্ধার্থ আনন্দ। সইফ বলেন, ‘‘দীর্ঘ দিন ধরে সিদ্ধার্থের সঙ্গে এই ছবিটা নিয়ে কথা হয়েছে। আমি সব সময়েই এই ধরনের ছবির অংশ হতে চাইতাম। এত ভাল সহ-অভিনেতাদের সঙ্গে এ রকম একটা সুযোগের অপেক্ষায় ছিলাম।’’

অন্য দিকে, সইফ-কাণ্ডে ধৃত শরিফুল ইসলাম শেহজ়াদ আপাতত বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। সম্প্রতি মুম্বই পুলিশ মুখমণ্ডলের শনাক্তকরণ প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত করেছে, সিসিটিভি ফুটেজে যাঁকে দেখা গিয়েছিল, তিনি শরিফুলই।