Karishma Kapoor: কাপুর কন্যারা বাংলায়, আজ করিনা এসেছেন, কাল আসছেন করিশ্মা কলকাতায়
Karishma Kapoor: আজ পাহাড় উত্তাল হয়েছে করিনাকে দেখে, কাল শহরে করিশ্মা আসলেও একই অবস্থা হবে আশা করাই যায়।

করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) মঙ্গলবার কালিম্পংয়ে পৌছেছেন। কাল থেকে শুরু করবেন সুজয় ঘোষ (Sujoy Ghosh) পরিচালিত ‘ডিভোশন’ ওয়েব সিরিজের কাজ। ডেলো পার্কে প্রথম দিনের শুটিং। লাভাতে আগামী সাত দিন পাওয়া যাবে বোবেকে। অন্যদিকে আগামী কাল কলকাতায় আসতে চলেছেন করিশ্মা কাপুর (Karishma Kapoor)। কেন আসছেন তিনি? সূত্রের খবর, তিনি আসছেন তাঁর আগামী ওয়েব সিরিজ ‘ব্রাউন’-এর শুটিংয়ে। কাপুর পরিবারের দুই বোন একই সঙ্গে বাংলায়। শুধু তাই নয়, দুই বোনই বাঙালিদের সঙ্গে কাজ করবেন। খবর আগেই বেরিয়েছিল Tv9 বাংলায় যীশু সেনগুপ্ত সঙ্গে কাজ করছেন করিশ্মা (পড়ুন-)। অন্যদিকে প্রথমবার সুজয়ের হাত ধরে করিনা ডিজিটাল মাধ্যমে কাজ করছেন।
কলকাতায় প্রায় মাস খানিকের শুটিং রয়েছে অভিনও দেও পরিচালিত ‘ব্রাউন’-এর। করিনা কেবল আট দিনের জন্য শুটিং করবেন। কিন্তু করিশ্মা মাস খানিক শুটিং করতে পারেন বলেই খবর। বাওয়ালি রাজবাড়িতে হবে শুটিং। খবর রয়েছে আরও। বাওয়ালি ছাড়াও উত্তর কলকাতাতেও হবে ওয়েব ছবির শুটিং।
নিজেদের সোশ্যাল মিডিয়াতে করিশ্মা আর যীশু ‘ব্রাউন’ ছবিতে কাজ করছেন, সেই খবর নিজেরাই ভাগ করে নিয়েছিলেন অনুরাগীদের সঙ্গে। এর আগে ‘টাইপরাইটার’ সিরিজে অভিনয় করেছিলেন যিশু। যাঁর পরিচালক ছিলেন সুজয় ঘোষ। এবার তাঁর সিরিজে কাজ করবেন বেবো। আর লোলোর সঙ্গে যীশু। অভিনও-র সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বর্ষীয়ান অভিনেত্রী-ডান্সার হেলেন এবং সোনি রাজদান। প্রায় এক যুগ পর হেলেন আবার অভিনয়ের ফিরছেন এই সিরিজ দিয়ে।
আজ পাহাড় উত্তাল হয়েছে করিনাকে দেখে, কাল শহরে করিশ্মা আসলেও একই অবস্থা হবে আশা করাই যায়। তবে তাঁর অনুরাগীরা তাঁকে প্রায় মাস খানিক পাবেন শহরে। দেখার সুয়োগ রয়েছে অনেক দিন ধরে। একদিন মিস করলে আর একদিন পাওয়ার আশা রয়েছে।
