শেষে ‘গ্রে ডিভোর্স’-এর পথে অভিষেক-ঐশ্বর্য? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
Abhishek-Aishwarya: ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের বিবাহ বিচ্ছেদ নিয়ে আলোচনা তুঙ্গে। শোনা যাচ্ছে, ইতিমধ্য়েই নাকি ডিভোর্সের দিকে এগিয়েছেন তাঁরা। অনেক দিন হল শ্বশুরবাড়িতে থাকছেন না ঐশ্বর্য। মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে আলাদা থাকছেন নায়িকা। শোনা যাচ্ছে, গ্রে ডিভোর্সের পথে হাঁটছেন তাঁরা।

ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের বিবাহ বিচ্ছেদ নিয়ে আলোচনা তুঙ্গে। শোনা যাচ্ছে, ইতিমধ্য়েই নাকি ডিভোর্সের দিকে এগিয়েছেন তাঁরা। অনেক দিন হল শ্বশুরবাড়িতে থাকছেন না ঐশ্বর্য। মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে আলাদা থাকছেন নায়িকা। শোনা যাচ্ছে, অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অভিষেক।
সেখান থেকেই নাকি যত সমস্যার সূত্রপাত। এবার প্রকাশ্যে এল আরও এক নতুন তথ্য। শোনা যাচ্ছে, গ্রে ডিভোর্সের পথে হাঁটছেন তাঁরা। আগে এই ধরনের বিষয় সম্পর্কে কারও ধারণা ছিল না। এই গ্রে ডিভোর্স বিষয়টি কী? দীর্ঘদিন বিবাহিত সম্পর্কে থাকার পর কোনও দম্পতি যদি বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়। সেই প্রক্রিয়াকে গ্রে ডিভোর্স। এক্ষেত্রে অভিষেক-ঐশ্বর্যর বিয়ের বয়স প্রায় ১৬। তাঁরাও নাকি এই পথেই হাঁটছেন। সাধারণত, মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে এমনটা দেখা যায় না বলেই শোনা যায়।
উল্লেখ্য, আপাতত অভিষেক-নিমরতের সম্পর্ক নিয়ে আলোচনা তুঙ্গে। এই ‘দশভি’ মধ্যে দিয়েই অভিষেকের সঙ্গে সখ্য বাড়ে তাঁর, বলিউডের গুঞ্জন এমনটাই। নিমরতের এক বোন রয়েছেন, তাঁর নাম রুবিনা। রুবিনা পেশায় একজন মনস্তত্ত্ববিদ। সাম্প্রতিক কালের রটনা এই নিমরতের কারণেই নাকি দূরত্ব বেড়েছে অভিষেক-ঐশ্বর্যার। এও শোনা যাচ্ছে তাঁরা নাকি বিয়েও করবেন। এ নিয়ে কোনও মন্তব্যই করেননি নিমরত। এই সব আলোচনার মধ্যেই এ দিন এক পোস্ট করেছেন অভিনেত্রী। পোস্টটি তাঁর প্রয়াত পিতা শহিদ ভূপিন্দর সিংকে নিয়ে। বাবার মূর্তির সামনে তিনি জানিয়েছেন তাঁর অন্তরের সীমাহীন শ্রদ্ধা।
