ঐশ্বর্যর সঙ্গে দুবাইয়ে গিয়ে আরাধ্যার অদ্ভুত কাণ্ড! নিমেষে ভাইরাল মা-মেয়ের ভিডিয়ো
ছোটবেলা থেকে মায়ের রক্ষণাবেক্ষণেই বেড়ে ওঠা তার। দেশে-বিদেশে সর্বত্র সে ঘুরেছে মায়ের সঙ্গী হয়ে। কথা হচ্ছে ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের একমাত্র মেয়ে আরাধ্যা বচ্চনের । ১২ বছরের মেয়ে আরাধ্যা এমন কোনও জায়গা নেই যে মায়ের সঙ্গে যায়নি। বর্তমানে ঐশ্বর্য এবং অভিষেকের ডিভোর্স জল্পনা তুঙ্গে। গত কয়েক মাস ধরে এই নিয়েই আলোচনা হয়েই চলেছে।
ছোটবেলা থেকে মায়ের রক্ষণাবেক্ষণেই বেড়ে ওঠা তার। দেশে-বিদেশে সর্বত্র সে ঘুরেছে মায়ের সঙ্গী হয়ে। কথা হচ্ছে ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের একমাত্র মেয়ে আরাধ্যা বচ্চনের । ১২ বছরের মেয়ে আরাধ্যা এমন কোনও জায়গা নেই যে মায়ের সঙ্গে যায়নি। বর্তমানে ঐশ্বর্য এবং অভিষেকের ডিভোর্স জল্পনা তুঙ্গে। গত কয়েক মাস ধরে এই নিয়েই আলোচনা হয়েই চলেছে। এরই মাঝে মেয়েকে নিয়ে দুবাই উড়ে গিয়েছিলেন নায়িকা। সেখানে পুরস্কৃতও করা হয় অভিনেত্রীকে।
সে সব মুহূর্তই নিমেষে ছড়িয়ে পড়েছিল নেটদুনিয়ায়। একের পর এক ছবি আর ভিডিয়ো দেখে প্রশ্ন উঠেছিল অভিষেক কোথায়। এমনকি রাই সুন্দরীকে সবাই শুভেচ্ছায় ভরিয়েও দেন। কিন্তু বচ্চন পরিবার থেকে আসেনি কোনও মেসেজ। যা নিয়ে বিস্তর আলোচনাও হয়েছিল। এরই মধ্যে ভাইরাল ঐশ্বর্য এবং আরাধ্যার একটি ভিডিয়ো। যা দেখে আলোচনা আরও খানিকটা বেড়ে গিয়েছে।
আচমকা কী এমন ঘটল যে আরাধ্যার এই ভিডিয়োকে কেন্দ্র করে এত আলোচনা শুরু। অনুষ্ঠান শেষে সবাই সবার সঙ্গে দেখা করছিলেন। কথা বলছিলেন। তেমনই ঐশ্বর্য এবং আরাধ্যাকে দেখেও অনেকে এগিয়ে এসে কথা বলছিলেন। সেরকমই এক আলাপচারিতায় দেখা যায় আরাধ্যার সঙ্গে আলাপ করার জন্য এক ব্যক্তি হাত বাড়িয়ে দেন হ্যান্ডশেক করবেন বলে।
কিন্তু তিনি হাত বাড়াতেই আরাধ্যা করলেন অন্য কাণ্ড। সঙ্গে সঙ্গে দুই হাত জড়ো করে নমস্কার করলেন শুধু তাই নয় দু’হাত দিয়ে প্রণামও করেন তাঁকে। যে ভিডিয়ো পোস্ট করার পর আরাধ্যাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সবাই। কেউ আবার মন্তব্য করেছেন, এটাকেই পরিবারের সংস্কার বলে। পরিবারের নাম উজ্জ্বল করবে অভিষেক এবং ঐশ্বর্যর মেয়ে। এমনটাই দাবি সবার।