AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ প্রচুর ঋণ, আমার বাবাকে বাঁচান!’ চিৎকার শুনে থমকে গেলেন অক্ষয় কুমার, তারপর যা ঘটল তা ভাইরাল

অক্ষয় যখন ভোটকেন্দ্র থেকে বেরিয়ে নিজের গাড়ির দিকে এগোচ্ছিলেন, তখনই ভিড় ঠেলে তাঁর সামনে চলে আসেন এক তরুণী। হাতে সাদা কাগজের একটি চিরকুট নিয়ে তিনি চিৎকার করে বলতে থাকেন, “বাবা অনেক ঋণে ডুবে আছেন, দয়া করে ওঁকে বাঁচান!”

' প্রচুর ঋণ, আমার বাবাকে বাঁচান!' চিৎকার শুনে থমকে গেলেন অক্ষয় কুমার, তারপর যা ঘটল তা ভাইরাল
| Updated on: Jan 15, 2026 | 3:03 PM
Share

বৃহস্পতিবার মুম্বইয়ের বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন (BMC) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হতেই সাতসকালে বুথে হাজির হয়েছিলেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। কিন্তু ভোট দিয়ে বেরোনোর সময় কেবল সেলফি বা অটোগ্রাফ নয়, এক ভক্তের জীবনযুদ্ধের করুণ আর্তি অক্ষয়কে থামিয়ে দিল মাঝপথেই।

ঠিক কী ঘটল অক্ষয়ের

মুম্বইয়ের নাগরিক হিসেবে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে প্রথম সারির তারকাদের মধ্যেই ছিলেন অক্ষয়। ভোটকেন্দ্র থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আজকের দিনটি হল সেই দিন, যখন আমাদের হাতে ‘রিমোট কন্ট্রোল’ থাকে। আমি সমস্ত মুম্বইবাসীকে ভোট দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি।”

অক্ষয় যখন ভোটকেন্দ্র থেকে বেরিয়ে নিজের গাড়ির দিকে এগোচ্ছিলেন, তখনই ভিড় ঠেলে তাঁর সামনে চলে আসেন এক তরুণী। হাতে সাদা কাগজের একটি চিরকুট নিয়ে তিনি চিৎকার করে বলতে থাকেন, “বাবা অনেক ঋণে ডুবে আছেন, দয়া করে ওঁকে বাঁচান!”

ভক্তের এমন কাতর আবেদনে এড়িয়ে যাননি অক্ষয়। তিনি দাঁড়িয়ে মন দিয়ে মেয়েটির কথা শোনেন। পরিস্থিতি গুরুত্ব সহকারে বিবেচনা করে তিনি তখনই তাঁর টিমের একজন সদস্যকে নির্দেশ দেন মেয়েটির ফোন নম্বর লিখে নেওয়ার জন্য। সাহায্যের এই আশ্বাস পেয়ে আবেগে আপ্লুত হয়ে মেয়েটি অক্ষয়ের পা ছুঁতে গেলে অভিনেতা তাঁকে বাধা দিয়ে স্নেহের স্বরে বলেন, “বেটা, এমনটা করো না।”

ভোটের ডিউটিতে থাকা পুলিশকর্মী এবং আলোকচিত্রীদের ক্যামেরায় বন্দি হওয়া এই ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। নেটিজেনরা অক্ষয়ের এই তাৎক্ষণিক প্রতিক্রিয়ার ভূয়সী প্রশংসা করছেন। অনেকেই বলছেন, পর্দায় হিরো হওয়ার পাশাপাশি অক্ষয় বাস্তবেও যে মানুষের বিপদে পাশে দাঁড়াতে পিছপা হন না, এই ঘটনাটি তারই প্রমাণ।

নির্বাচনের উত্তেজনার মাঝে অক্ষয়ের এই মানবিক রূপ মন জয় করে নিয়েছে সাধারণ মানুষের। নাগরিক কর্তব্য পালনের পাশাপাশি এক আর্তের পাশে দাঁড়ানোর এই নজির বলিউডের অন্য তারকাদের কাছেও অনুপ্রেরণা হয়ে থাকবে।