‘এটা তো ঘটবেই…’, ২৫ বছর আগেই ঐশ্বর্যের কপাল পড়েছিলেন বলিউডের এই নায়ক, জানেন কী বলেছিলেন?
প্রায় ২৫ বছরই আরে আগে মুক্তি পায় পরিচালক সুভাষ ঘাইয়ের ছবি তাল। এই ছবিতেই জুটি বেঁধেছিলেন ঐশ্বর্য ও অক্ষয়। তবে শুধু তালই নয়, রাজ কাপুরের প্রযোজনা সংস্থায় তৈরি ছবি আ অব লট চলে ছবিতেও দেখা গিয়েছিল অক্ষয় ও ঐশ্বর্যকে।

যেন ভাগ্য পড়তে পারেন বলিউড নায়ক অক্ষয় খান্না! মুখ থেকেই বলে দিতে পারেন ভবিষ্যত! তবে নিজে সেভাবে বলিউডে সফল না হলেও, অক্ষয় কিন্তু জোর গলায় বলেই দিয়েছিলেন, ঐশ্বর্যর সঙ্গে ভবিষ্যতে কী কী ঘটবে। এমনকী, ঐশ্বর্য যে রাতারাতি বলিউডের রানি হয়ে উঠবেন, তাও আগে থেকে হাতগুণে বলে ফেলেছিলেনর জুনিয়ার বচ্চন ঘরনি ‘তাল ‘ ছবির নায়ক।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। আজ থেকে প্রায় ২৫ বছরই আরে আগে মুক্তি পায় পরিচালক সুভাষ ঘাইয়ের ছবি তাল। এই ছবিতেই জুটি বেঁধেছিলেন ঐশ্বর্য ও অক্ষয়। তবে শুধু তালই নয়, রাজ কাপুরের প্রযোজনা সংস্থায় তৈরি ছবি আ অব লট চলে ছবিতেও দেখা গিয়েছিল অক্ষয় ও ঐশ্বর্যকে। সেই সময়ই নাকি ঐশ্বর্যকে প্রথম দেখেই অক্ষয়, তাঁর মধ্যে স্পার্ক ধরে ফেলেছিলেন।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে অক্ষয় খান্না বলেন, ”অনেকই হয়তো ঐশ্বর্যর সৌন্দর্য নিয়ে কথা বলেন। কিন্তু প্রথম দিন শুটিং ফ্লোরে এসেই বুঝিয়ে গিয়েছিলাম, ঐশ্বর্যর শুধু রূপ নয়, গুণকেও অগ্রাহ্য করা যায় না। অত্যন্ত বুদ্ধিদীপ্ত তিনি। খুবই ট্যালেন্টেড। আমি ঐশ্বর্যকে আগেই বলেছিলাম, তুমি একদিন দুনিয়া কাঁপাবে। একনম্বর নায়িকা হবে। এখন ঐশ্বর্যকে এই পর্যায়ে দেখে সত্যিই খুশি আমি। আমি জানতাম, এটা ঘটবেই।





