‘হাঙ্গামা ২’-তে ‘ক্যামিও’ করছেন অক্ষয় খান্না
প্রায় আট বছর পর আবার হিন্দিতে ছবি করছেন পরিচালক প্রিয়দর্শন। পরেশ রাওয়াল,শিল্পা শেট্টি,রাজপাল যাদবকে উনি বানিয়ে ফেলেছেন ‘হাঙ্গামা ২’। ছবিতে একটি ছোট্ট চরিত্রে ‘ক্যামিও’ করেছেন অক্ষয় খান্না।
প্রায় আট বছর পর আবার হিন্দিতে ছবি করছেন পরিচালক প্রিয়দর্শন। পরেশ রাওয়াল,শিল্পা শেট্টি,রাজপাল যাদবকে উনি বানিয়ে ফেলেছেন ‘হাঙ্গামা ২’। ছবিতে একটি ছোট্ট চরিত্রে ‘ক্যামিও’ করেছেন অক্ষয় খান্না।
প্রিয়দর্শনের ‘হাঙ্গামা’ সুপারহিট ছবি। ২০০৩ সালে অক্ষয় খান্না, আফতাব শিবদাশানি, পরেশ রাওয়াল, রিমি সেনকে নিয়ে উনি বানিয়েছিলেন এই ছবি। তবে ‘হাঙ্গামা ২’ আগের ছবির সিক্যুয়েল নয়,ফ্র্যানচাইজি। একেবারে নতুন গল্প নিয়ে তৈরি হয়েছে ‘হাঙ্গামা ২’। কাস্টিংও প্রায় নতুন। একমাত্র পরেশ রাওয়াল ছাড়া এই ছবিতে সবাই নতুন। অক্ষয় খান্না এই ছবিতে ক্যামিও করছেন শুধুমাত্র আগের ছবির স্মৃতিকে উসকে দিতে নয়। বরং ওই চরিত্রে অক্ষয়কে মানায় বলেই পরিচালক তাঁকে নিয়েছেন। অক্ষয় এই ছবিতে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এমনই এক চরিত্র,যাঁর হাত ধরে গোটা ছবির গল্প এগোয়।
Confusion, comedy and unlimited ‘dose’ of entertainment! On @MeezaanJ ‘s birthday, presenting the new poster of #hungama2 #HappyBirthdayMeezaanJaffery@rtnjn @priyadarshandir @SirPareshRawal @TheShilpaShetty @pranitasubhash #Venus pic.twitter.com/RX73c6mdd0
— Hungama 2 Film (@hungama2film) March 9, 2020
অক্ষয় খান্না বলিউডে বেছে বেছে ছবি করেন। ওঁকে শেষ দেখা গিয়েছিল ‘সব কুশল মঙ্গল’ ছবিতে। ছবিটি খুব একটা সাড়া ফেলতে পারেনি। তবে বছর দুই আগে ‘সেকশন ৩৭৫’–এ ওঁর অভিনয় সাড়া ফেলেছিল।
আরও পড়ুন :‘মা’ হওয়ার দু’দিন আগেও শুটিংয়ে বেরলেন করিনা!
‘হাঙ্গামা ২’–তে কমেডি–যুদ্ধ হতে চলেছে। জনি লিভার, রাজপাল যাদব, পরেশ রাওয়াল, আশুতোষ রানাদের মত বাঘা বাঘা কমেডিয়ানরা এই ছবিতে অভিনয় করেছেন। সব কিছু ঠিকঠাক থাকলে এই বছরের মে–তে ছবিটি রিলিজ করার কথা ভাবা হয়েছে।