AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রণবীরের সঙ্গে তুমুল যুদ্ধ আমিরের! আলিয়া যা ফাঁস করলেন তা চমকে যাওয়ার মতো

একজন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। আরেকজন বলিপাড়ার অ্যানিম্যাল। একজনের ঝুলিতে বহুদিন হল হিট ছবি নেই। আরেকজন সম্প্রতি ব্লকবাস্টার দিয়েছেন। একজন দ্বিতীয় বিয়ে ভেঙে নতুন প্রেমে পড়েছেন। আরেকজন স্ত্রী-কন্যা নিয়ে সুখের সংসারে।

রণবীরের সঙ্গে তুমুল যুদ্ধ আমিরের! আলিয়া যা ফাঁস করলেন তা চমকে যাওয়ার মতো
| Updated on: Mar 12, 2025 | 2:45 PM
Share

একজন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। আরেকজন বলিপাড়ার অ্যানিম্যাল। একজনের ঝুলিতে বহুদিন হল হিট ছবি নেই। আরেকজন সম্প্রতি ব্লকবাস্টার দিয়েছেন। একজন দ্বিতীয় বিয়ে ভেঙে নতুন প্রেমে পড়েছেন। আরেকজন স্ত্রী-কন্যা নিয়ে সুখের সংসারে। হ্যাঁ, এই দুজন হলেন রণবীর কাপুর ও আমির খান। আর এবার এই দুজনের মধ্যে নাকি তুমুল লড়াই বাঁধবে। সেই গোপন খবর ফাঁস করলেন রণবীর ঘরনি আলিয়া ভাট!

ব্যাপারটা একটু খোলসা করা যাক। সম্প্রতি আলিয়া ভাট সোশাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে দিলেন এক জব্বর খবর। তিনি জানালেন, আমির ও রণবীরকে এবার দেখা যাবে একফ্রেমে। দুজনেই থাকবেন একেবারে অ্য়াকশন অবতারে। তবে এর থেকে বেশি কিছু আর ফাঁস করতে চাননি আলিয়া।

সূত্রের খবর, কোনও সিনেমার জন্য নয়। বরং এক বিজ্ঞাপনের জন্যই জুটি বাঁধছেন বলিউডের এই দুই মহাতারকা। শোনা যাচ্ছে, রণবীরকে নাকি একহাত নিতেই আমিরের এই বিজ্ঞাপনী চাল। অর্থাৎ বিজ্ঞাপনে যে গল্পটা ফুটে উঠবে, সেখানে নায়ক থাকবেন রণবীর, খলনায়ক আমির!

আমির এখন তাঁর সিতারে জমিন পর ছবি নিয়ে ব্যস্ত। অন্যদিকে রণবীর ব্যস্ত রয়েছে সঞ্জয়লীলা বনশালির লাভ অ্যান্ড ওয়ার ছবির শুটিং নিয়ে। তারই মাঝে এই দুই নায়ককে নিয়ে বাম্পার খবর দিলেন আলিয়া।