ছবি হিট করাতে আল্লু অর্জুনের নতুন মাস্টারস্ট্রোক! ‘পুষ্পা’র চাপে বলিউড কি ফের চ্যালেঞ্জের মুখে পড়বে?
দক্ষিণী সিনেমার প্রথম সিক্স প্য়াক চেহারার নায়ক! আর অ্যাকশনে এবং দুরন্ত নাচে বোঝা যায়, আল্লুর সুঠাম চেহারা শুধুই দেখানোর জন্য নয়, বরং তাঁর মতো ফিট, ইন্ডাস্ট্রিতে খুব কমই আছেন।

একসময় দক্ষিণী নায়ক মানেই ছিল মেদবহুল শরীর। বলিউডে নায়করা যখন পেশি ফুলিয়ে পর্দায় হাজির, ঠিক সেখানেই শরীরে মেদ নিয়েই অ্য়াকশন প্যাকড দক্ষিণী নায়করা। সঙ্গে ছবিও সুপারহিট। তবে এই ট্রেন্ডটা যেন টুক করে বদলে ফেললেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। তিনিই হলেন দক্ষিণী সিনেমার প্রথম সিক্স প্য়াক চেহারার নায়ক! আর অ্যাকশনে এবং দুরন্ত নাচে বোঝা যায়, আল্লুর সুঠাম চেহারা শুধুই দেখানোর জন্য নয়, বরং তাঁর মতো ফিট, ইন্ডাস্ট্রিতে খুব কমই আছেন। তা নিজের এক্স ফ্যাক্টরকে ঠিক রাখতে কী কী করেন পুষ্পা? ফিট থাকার মন্ত্রটা কি তাঁর?
গত বৃহস্পতিবার WAVES সম্মেলনে টিভি নাইন নেটওয়ার্কের এমডি-সিইও বরুণ দাসের সঙ্গে বিশেষ আলাপচারিতায় পুষ্পা ফাঁস করলেন এই গোপন তথ্য। এদিন আল্লু অর্জুন জানালেন, খুবই পরিশ্রম করতে হয়। প্রচুর মনযোগ দিতে হয়। অনুশীলনটাই আসল। নিজেকে কঠিন ডায়েটের মধ্যে আটকে ফেলি। ট্রেনার যা বলেন, তা অক্ষরে অক্ষরে পালন করি। কষ্ট হয়, তবে পর্দায় যখন ভাল লাগে দেখতে, সব পরিশ্রম স্বার্থক হয়ে যায়। এই ফিলিংটাই পরের দিন ফের কসরৎ করার অনুপ্রেরণা।
সেই অনুপ্রেরণাকে সঙ্গে নিয়ে রবিবার অনুরাগীদের সারপ্রাইজ দিলেন আল্লু অর্জুন। জানা গিয়েছে, পরিচালক অ্যাটলির নতুন ছবির জন্য নতুন জিম ট্রেনার রেখেছেন আল্লু। যার নাম লয়েড স্টিভেন। লয়েড খুবই জনপ্রিয় দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এর আগে এস এস রাজামৌলীর আর আর আর ছবির জন্য মহেশবাবু এবং জুনিয়ার এনটিআরকে ট্রেন করেছেন। আর এবার নিজেকে আরও বেশি মারকুটে করতে লয়েডের কাছেই গেলেন আল্লু। পুষ্পা অনুরাগীরা বলছেন, বলিউডকে আরও একবার একহাত নিতে আল্লু অর্জুনের এই মাস্টারস্ট্রোক।
#AlluArjun Undergoes Massive Body Transformation for #AA22
Celebrity trainer Lloyd Stevens drops a pic showcasing the stylish star’s intense prep🔥#AlluArjun #AA22 pic.twitter.com/3ZmufPzAWO
— Telugu Chitraalu (@TeluguChitraalu) May 3, 2025
