মুক্তির আগেই বড় সাফল্য, রাজ্যসভায় এবার শিবু-নন্দিতার ‘আমার বস’
পরিচালকদ্বয় নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের এই ছবি ইতিমধ্যেই সকলের মুখে মুখে চর্চিত। এই ছবির হাত ধরেই ২২ বছর পর বড় পর্দায় ফিরছেন কিংবদন্তি অভিনেত্রী রাখী গুলজার।

বাংলা চলচ্চিত্র জগতে এ যেন এক গর্বের মুহূর্ত। জনপ্রিয় বাংলা ছবি ‘আমার বস’ এবার বিশেষ প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে। কোথায় জানেন? রাজ্যসভায়। সাংস্কৃতিক মূল্যবোধ ও সামাজিক বার্তা তুলে ধরার জন্যে এই ছবিটিকে নির্বাচিত হয়েছে বলে খবর। ‘আমার বস’ শুধুমাত্র এক সিনেমা নয়— এটি এক গভীর মানবিক সম্পর্কের গল্প, যেখানে একজন অফিস বস এবং তাঁর সহকর্মীদের মধ্যে গড়ে ওঠা সম্পর্ক, শ্রদ্ধা ও সহানুভূতির সূক্ষ্ম রূপরেখা তুলে ধরা হয়েছে। পরিচালকদ্বয় নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের এই ছবি ইতিমধ্যেই সকলের মুখে মুখে চর্চিত। এই ছবির হাত ধরেই ২২ বছর পর বড় পর্দায় ফিরছেন কিংবদন্তি অভিনেত্রী রাখী গুলজার।
রাজ্যসভায় এই ধরনের চলচ্চিত্র প্রদর্শনের উদ্দেশ্যই হল দেশের বিভিন্ন প্রান্তের সমাজমনস্ক এবং ভাবনাপ্রবণ চলচ্চিত্রগুলিকে জাতীয় স্তরে তুলে ধরা, যাতে সাংসদরা কেবল আইন-নির্মাণের ক্ষেত্রেই নয়, সাংস্কৃতিক পরিপ্রেক্ষিতেও আরও সংবেদনশীল হতে পারেন। তাই আগামী ৩ মে এই ছবিকে রাজ্যসভায় দেখানো হবে, সকাল ১১টায়। প্রদর্শনীর দিন উপস্থিত থাকবেন ছবির নির্মাতা, কলাকুশলী ও সাংস্কৃতিক ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা।
৯ মে ছবিটি মুক্তি পেতে চলেছে। এখন দেখার মুক্তির পর দর্শক মহলে কেমন প্রতিক্রিয়া আসে। যদিও উইন্ডোজ প্রযোজনা সংস্থার ছবি মানেই তা দর্শক মনে জায়গা করে এসেছে। তাই এই ছবি নিয়েও আশাবাদী সকলে।
