প্রিয়জনকে হারালেন অনামিকা; তাঁর পরিচয় জানাতে চাইলেন না অভিনেত্রী

দীর্ঘ পোস্টে অনামিকা লিখেছেন, "রেস্ট ইন পিস। তোমার চিঠি পেয়েছি। এটা হল সেল্ফলেস ভালবাসা আর সেটা ঠিক পৌঁছে যায় যেখানে পৌঁছনোর..."

প্রিয়জনকে হারালেন অনামিকা; তাঁর পরিচয় জানাতে চাইলেন না অভিনেত্রী
অনামিকা চক্রবর্তী (সৌ: ফেসবুক)
Follow Us:
| Edited By: | Updated on: Aug 11, 2021 | 8:54 PM

চিঠি পেয়েছেন। তাঁর নিঃস্বার্থ ভালবাসা ভুলতে পারেননি অভিনেত্রী অনামিকা চক্রবর্তী। ব্যক্তি আজ আর এই পৃথিবীতে নেই। তাঁর চলে যাওয়ায় দুঃখপ্রকাশ করেছেন অভিনেত্রী। পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতেও।

দীর্ঘ পোস্টে অনামিকা লিখেছেন, “রেস্ট ইন পিস। তোমার চিঠি পেয়েছি। এটা হল সেল্ফলেস ভালবাসা আর সেটা ঠিক পৌঁছে যায় যেখানে পৌঁছনোর। তোমার জন্য অনেক ভালবাসা রইল। এত কেউ ভালবাসতে পারবে না আমায় যেই ভাবে তুমি বুঝিয়ে দিয়ে গেলে। পরের জন্ম হেসে খেলে বেরিও, খুব ভাল হবে তোমার।”

মেয়েটির নাম স্নেহা। পোস্টে তাঁর কথাই উল্লেখ করেছেন অনামিকা। শেয়ার করেছেন মেয়েটির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের লিঙ্ক। মেয়েটির বোন তানি দিদির অ্যাকাউন্ট থেকে অনামিকার পোস্টের নীচে কমেন্ট করে লিখেছেন, “অনামিকা দি আমি তানি। আমার দিভাই স্নেহা আজ খুব খুশি হচ্ছে উপর থেকে। যে তাঁর ভালবাসার মানুষ তাঁকে নিয়ে এতটা ভেবেছে। সত্যি আমার কিছু বলার ভাষা নেই দি…”

স্নেহা কে? তিনি কি অনামিকার বন্ধু, না তাঁর ভক্ত? বিষয়টি জানতে TV9 বাংলা ফোন করে অনামিকাকে। অভিনেত্রীর স্পষ্ট উত্তর, “আমি এগুলো নিয়ে কোনও কথা বলতে চাই না। আমি পোস্ট করেছি ঠিকই। কিন্তু বিষয়টা খুবই প্রাইভেট। আমি প্রাইভেট রাখতে চাই।” অনামিকার এই আবেগপ্রবণ পোস্টে সকলে তাঁকে বাহবা দিয়েছেন।

আরও পড়ুন‘কোনওদিনও জানতে চাইনি সন্তানের লিঙ্গ কী হবে?’ কেন বললেন করিনা

আরও পড়ুন: কৃতীর সঙ্গে পর্দার বাইরে কেমন সম্পর্ক ‘মিমি’র জেকবের?