শুভশ্রী-আবীরের সঙ্গে অনির্বাণের ছবির শুটিং আপাতত হচ্ছে না! কারণ কী?
টলিউডের নামী প্রযোজনা সংস্থা ঘোষণা করে দিয়েছিল, পরিচালক নির্ঝর মিত্র তৈরি করবেন বাংলা ছবি 'চোর পুলিশ ডাকাতবাবু'। এই ছবিতে আবীর চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে থাকবেন অনির্বাণ ভট্টাচার্য, সেই ঘোষণা হয়ে গিয়েছে। জুলাই মাসে ছবিটার শুটিং শুরু হওয়ার কথা ছিল। তবে খোঁজ নিয়ে জানা গেল, এই ছবির শুটিং কিছুটা পিছিয়ে গিয়েছে। প্রযোজনা সংস্থার তরফে এই মুহূর্তে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

টলিউডের নামী প্রযোজনা সংস্থা ঘোষণা করে দিয়েছিল, পরিচালক নির্ঝর মিত্র তৈরি করবেন বাংলা ছবি ‘চোর পুলিশ ডাকাতবাবু’। এই ছবিতে আবীর চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে থাকবেন অনির্বাণ ভট্টাচার্য, সেই ঘোষণা হয়ে গিয়েছে। জুলাই মাসে ছবিটার শুটিং শুরু হওয়ার কথা ছিল। তবে খোঁজ নিয়ে জানা গেল, এই ছবির শুটিং কিছুটা পিছিয়ে গিয়েছে। প্রযোজনা সংস্থার তরফে এই মুহূর্তে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
এর পিছনে কি রয়েছে অনির্বাণের সঙ্গে টেকনিশিয়ানদের ফেডারেশনের মতবিরোধ? এক সূত্র জানাচ্ছেন, ”টলিপাড়ার কিছু পরিচালক টেকনিশিয়ানদের ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে আইনি লড়াই লড়ছেন। সেই কারণে টেকনিশিয়ানদের একাংশ সেসব পরিচালক বা অভিনেতাদের সঙ্গে কিছু সময়ে কাজ করতে চাইছেন না। যদিও সে কথা তাঁরা কোনও বিবৃতিতে জানাননি। তবে পরমব্রত চট্টোপাধ্যায় বা অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে ছবি তৈরি করলে, শুটিংয়ে বাধা আসবে কিনা, এই প্রশ্ন তাঁদেরকেই জিজ্ঞাসা করা হয়েছে মিডিয়ার তরফে। কারণ বিষয়টি এখন টলিপাড়ায় চর্চার কেন্দ্রে আছে। পরিস্থিতি কী হয়, সেটা দেখে নিয়ে হয়তো নির্ঝর ছবির শুটিং শুরু করতে চাইছেন। তাই এই ছবির শুটিং পিছিয়ে দেওয়া হয়েছে।”
লক্ষণীয় দুর্গাপুজোর ছবি ‘রঘুডাকাত’-এ রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। দেব ছবির প্রধান মুখ। সেই ছবিটা শুটিং অবশ্য নির্বিঘ্নে সম্পন্ন হচ্ছে। এখন পরিচালকদের সঙ্গে ফেডারেশনের এই আইনি লড়াই কোথায় শেষ হয়, তা দেখার অপেক্ষা। পাশাপাশি পরিচালক হিসাবে অনির্বাণ আবার কবে কাজ করবেন, তার জন্যও অপেক্ষা রয়েছে।
