AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘চেনাই যাচ্ছে না’, অনির্বাণের ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হতেই শোরগোল

Anirban Chakraborty: একেনবাবুর তকমা পিছনে ঠেলে যিনি কখনও হয়ে উঠছেন লালমোহন গঙ্গোপাধ্যায়, কখনও আবার তিনি হয়ে উঠছেন রাজনীতিবিদ। প্রতিটা পদক্ষেপে যিনি নতুন নতুন চরিত্র হয়ে উঠছেন, এবার তাঁরই ঝুলিতে মাণ্ডি।

'চেনাই যাচ্ছে না', অনির্বাণের ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হতেই শোরগোল
| Updated on: Nov 18, 2024 | 5:27 PM
Share

সোমবার সকাল-সকাল সকলকে চমকে দিলেন দেব। প্রকাশ্যে আসলেন অনির্বাণ চকর্বর্তীর এ কোন লুক? যা নিয়ে রীতিমত তোলপাড় হচ্ছে নেটপাড়া। অনির্বাণ চক্রবর্তী, সকলের প্রিয় একেনবাবু। বড়পর্দা থেকে ওটটি, সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছেন এখন তিনি। একের পর এক ছক ভাঙা চরিত্রে নিজেকে ক্রমাগত প্রমাণ করে চলেছেন অনির্বাণ চক্রবর্তী। একেনবাবুর তকমা পিছনে ঠেলে যিনি কখনও হয়ে উঠছেন লালমোহন গঙ্গোপাধ্যায়, কখনও আবার তিনি হয়ে উঠছেন রাজনীতিবিদ। প্রতিটা পদক্ষেপে যিনি নতুন নতুন চরিত্র হয়ে উঠছেন, এবার তাঁরই ঝুলিতে মাণ্ডি।

অভিনেতা তথা সাংসদ দেবের আগামী ছবি খাদান-এ দেখা যাবে তাঁকে। চলতি বছর শেষে খাদান মুক্তি পেতে চলেছে প্রেক্ষগৃহে। ইতিমধ্যেই এই ছবি দর্শক মহলে বিপুল প্রত্যাশা বাড়িয়ে তুলেছে। যিশু সেনগুপ্ত ও দেবের জুটিকে পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন সকলে। এবার সেই তালিকায় যুক্ত হলেন অনির্বাণ চক্রবর্তী। ছবিতে তাঁর লুক ঠিক কেমন, তা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় পড়ে গেল শোরগোল। হাতে তীর ধনুক। পরণে আদিবাসী পোশাক। গলায় হাঁসুলি। ক্যাপশনে লেখা– সাহসের দীপ, ন্যায়ের গান, হৃদয়ে সোনা, শক্তিতে অটল প্রাণ।

সব মিলিয়ে এ যেন এক অন্য অনির্বাণ। সোমবার সোশ্যাল মিডিয়ায় এই চমক আনলেন খোদ ছবির স্টার দেব। আর তা চোখে পড়তেই নানা জনের নানা মত। কেউ লিখলেন, চেনাই যাচ্ছে না যে এটা অনির্বাণ। ক্যাপশনে নাম না লেখা থাকলে বুঝতেই পারতাম না। ভেবেছিলাম কোনও দক্ষিণী সিনেপাড়ার পোস্টার। কেউ আবার লিখলেন, সাবাদ অনির্বাণ দা, কেউ লিখলেন, সেরার সেরা। আর কোনও কথাই হবে না।