বিদেশের মঞ্চে অনুপম খেরের ‘তানভি’, ছবি দেখে প্রশংসায় পঞ্চমুখ হলিউড অভিনেতা রবার্ট ডি নেরো
অনুপম খেরের এই ছবি সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে। পুরো গল্পই তৈরি হয়েছে অটিস্টিক এক মেয়েকে ঘিরে। তা যাত্রা, তাঁর চোখে পৃথিবী দেখাই এই ছবির গল্প।

‘তানভি দ্য গ্রেট’ দিয়েই গোটা দুনিয়ায় তাক লাগিয়ে দিলেন বলিউড অভিনেতা ও পরিচালক অনুপম খের। নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবি প্রিমিয়ার হওয়ার পর থেকেই অনুপমের পরিচালিত এই ছবি নিয়ে আলোচনা শুরু সিনেমহলে। এমনকী, প্রিমিয়ারে হাজির হয়ে এই ছবির ভূয়শী প্রশংসা করলেন হলিউডের বিখ্যাত অভিনেতা রবার্ট ডিরো নিরো।
এই ছবি নিয়ে বলতে গিয়ে সংবাদ মাধ্যমে অনুপম জানালেন, রবার্ট ডি নিরো যে আমার ছবির প্রিমিয়ারে আসবেন, তা আমি সত্যিই বিশ্বাস করতে পারিনি। এটা সত্যিই বড় প্রাপ্তি।
অভিনেত্রী শুভাঙ্গী দত্ত তানভির চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি শুধু তানভিতে অভিনয় করিনি, আমি ওই চরিত্র হয়ে উঠেছি। তনভি আমাকে শিখিয়েছে—চুপ থাকার অর্থ দুর্বলতা নয়, বরং তা সবচেয়ে গভীর শক্তির প্রকাশ।”
অনুপম খেরের এই ছবি সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে। পুরো গল্পই তৈরি হয়েছে অটিস্টিক এক মেয়েকে ঘিরে। তা যাত্রা, তাঁর চোখে পৃথিবী দেখাই এই ছবির গল্প। অনুপম জানান, এই ছবি এদেশের ছবি হলেও, বিশ্বের কথা বলে। তানভি দ্য গ্রেট ছবিটি মুক্তি পাবে ১৮ জুলাই।
