“প্রতিবাদ করতে হলে কলকাতা যান”, কনসার্টের মাঝে ফ্যানকে একহাত অরিজিতের

Arijit Singh: আরজি কর কাণ্ডের তিলোত্তমার বিচার চেয়ে একটি গান বেঁধেছিলেন সঙ্গীতশিল্পী অরিজিত্‍ সিং। প্রতিবাদের গান সকলের মুখে মুখে। রাত দখল থেকে ফেসবুক লাইভ সর্বত্র এই গানটাই গাইছেন সবাই। এবার সেই গান গাইবারই অনুরোধ এল গায়কের লন্ডনের কনসার্টে। অনুরোধ শুনে কী করলেন গায়ক?

প্রতিবাদ করতে হলে কলকাতা যান, কনসার্টের মাঝে ফ্যানকে একহাত অরিজিতের
Follow Us:
| Edited By: | Updated on: Sep 22, 2024 | 7:12 PM

আরজি কর কাণ্ডের তিলোত্তমার বিচার চেয়ে একটি গান বেঁধেছিলেন সঙ্গীতশিল্পী অরিজিত্‍ সিং। প্রতিবাদের গান সকলের মুখে মুখে। রাত দখল থেকে ফেসবুক লাইভ সর্বত্র এই গানটাই গাইছেন সবাই। এবার সেই গান গাইবারই অনুরোধ এল গায়কের লন্ডনের কনসার্টে। ব্রিটেনের বিভিন্ন জায়গায় কনসার্ট হওয়ার কথা অরিজিতের।

সম্প্রতি লন্ডনে হয়েছে গায়কের একটি কনসার্ট। সেই অনুষ্ঠানেরই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে চারিদিকে। গানের মাঝেই ‘আর কবে’ গানটি গাওয়ার অনুরোধ করেন এক অনুরাগী। তাতেই বেজায় বিরক্ত হন অরিজিত্‍। স্পষ্ট উত্তর দিয়ে দেন তাঁকে। গায়কের উত্তরেই তা প্রকাশ পায় যে তিনি ঠিক কতটা বিরক্ত। অনুরাগীর অনুরোধের ঠিক কী উত্তর দিয়েছেন অরিজিত্‍?

গায়ক বলেন, “ভাই এটা এ সবের জায়গা নয়। মানুষ এখানে আমার গান শুনতে এসেছেন। এটা আমার কাজ। আমি কাজ করছি। আর ওই গান আমার শিল্প। এটা সঠিক সময় নয় এই গান গাওয়ার। তুমি যদি সত্যিই প্রতিবাদ করতে চাও, যাও কলকাতায় যাও।” শুধু এই একটি ঘটনা নয় এই একই কনসার্টে গায়কের বেশ কয়েকটি মুহূর্ত ভাইরাল হয়েছেন।

এই অনুষ্ঠানে দেখা গিয়েছে গায়ক তাঁর অনুরাগীর এঁটো খাবারও তুলছেন। এ দিন কোনও এক ভক্ত তাঁর এঁটো খাবার গান শুনতে শুনতে স্টেজেই রে়্চখে দিয়েছিলেন। নিজে হাতে সেই খাবার সরিয়ে দিয়ে অরিজিত্‍ জানা ওই মঞ্চ তাঁর কাছে মন্দির। তো সেখানে এঁটো খাবার ওই ভাবে রাখা তিনি একেবারেই পছন্দ করছেন না।