বোলপুরে কাবাড্ডি খেলছেন অর্জুন! ‘বলতে ইচ্ছে করলেও বলতে পারছি না’ আক্ষেপ অভিনেতার
অঙ্কুশ নন, কাবাডি খেলবেন অর্জুন চক্রবর্তী। বোলপুরে শুরু হয়েছে কাবাডি খেলা।
পরিচালকের সঙ্গে এই প্রথম কাজ। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘কাবাড্ডি কাবাড্ডি’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অর্জুন চক্রবর্তী। ছবির শুটিং শুরু হল লালমাটির দেশে। ভিডিয়ো পোস্ট করে অর্জুন জানালেন শুটিং শুরুর অভিজ্ঞতা। বোলপুরের তাপমাত্রা এখন ৪০ ডিগ্রি। তাপমাত্রাকে তোয়াক্কা না করে ছবি করার আনন্দে মাতলেন অর্জুন। তিনি বললেন, “শুটিং ব্যাপারাটা অত্যন্ত পরিশ্রমের, ভাল কাজ করতে গেলে ঘাম ঝরাতেই হবে। এটা শুধু সিনেমা বানানোর ক্ষেত্রে নয়…সব কিছুর ব্যাপারেই।”
আরও পড়ুন ‘প্রয়োজনে মাত্র একটি ফোন কলের দূরত্বে রয়েছি’—করোনা আক্রান্ত জিৎকে আশ্বাস দেবের
বোলপুরে শুটিং তাঁর কাছে প্রথম নয়। ‘গুপ্তধনের সন্ধানে’, ‘লাভ আজ কাল পরশু’, ‘অভিযাত্রিক’ ছবির শুটিং হয়েছে বোলপুরে। তবে এখনও ইলামবাজারের জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়া তাঁর কাছে একেবারে অন্যরকম অভিজ্ঞতা। তপ্ত গরমেও গোটা পরিবেশের সঙ্গে বেশ মানিয়ে নিয়েছেন অর্জুন। ছবিতে অর্জুন ছাড়াও রয়েছেন ঋত্বিক চক্রবর্তী এবং সোহিনী সরকার। তাঁদের সঙ্গে আগেও কাজ করেছেন অর্জুন, তবে স্ক্রিন শেয়ারের সংখ্যা ছিল কম। তবে এবার ‘কাবাড্ডি কাবাড্ডি’র সৌজন্যে তাঁদের সঙ্গে কাজ করার বেশি সুযোগ হয়েছে।
এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেড প্রোডাকশনস প্রযোজিত প্রথম ছবি ‘কাবাড্ডি কাবাড্ডি’। সাংবাদিক সম্মেলনে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ছবির কাস্টিং ঘোষণাও করেন। জানা যায় অঙ্কুশ নয়, এই প্রথম কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধছেন অর্জুন চক্রবর্তী। কাস্টিংয়ে এই বদল কেন? তা নিয়ে অবশ্য কিছু বলতে চাননি পরিচালক। তবে অর্জুন ছিলেন ভীষণ এক্সাইটেড তিনি বলেন, “অনেক দিন ধরেই কৌশিকদার সঙ্গে কাজ করার আমার খুব ইচ্ছে। অবশেষে কাজটা করতে পারছি। আমি খুব খুশি। ছবিতে আমি একজন রাজ্য-স্তরের কাবাডি খেলোয়াড়। ছবির অনেকগুলো পরত আছে। আশা করি মানুষের ভাল লাগবে।”