আরিয়ান খানের পার্টিতে নায়িকাদের জন্য বিশেষ আমন্ত্রণ, কারা আছেন তালিকায়?
নজরকাড়া খবর হলো, আরিয়ানের তরফে শহরের নায়িকাদের জন্য বিশেষ আমন্ত্রণপত্র তৈরি করা হয়েছে। সেখানে নায়িকাদের নাম লেখা রয়েছে। তার মানে এমন নয়, শহরের নায়ক-অভিনেতারা পার্টিতে আমন্ত্রিত নন। তবে নায়িকাদের বিশেষ সম্মান জানাতেই, এমন আমন্ত্রণপত্র তৈরি করা হয়েছে বলে জানা গেল। দর্শনা বণিক, ইধিকা পাল, কৌশানী মুখোপাধ্যায়, লহমা ভট্টাচার্য, মনামী ঘোষ, নুসরত জাহান, ঐন্দ্রিলা সেন, রুক্মিণী মৈত্র, সম্পূর্ণা লাহিড়ী, সুস্মিতা চট্টোপাধ্যায়, তৃণা সাহার মতো অভিনেত্রীদের জন্য রয়েছে এমন আমন্ত্রণপত্র। শুভশ্রী গঙ্গোপাধ্যায় আর মিমি চক্রবর্তীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

শাহরুখপুত্র আরিয়ান খানকে নিয়ে দেশ জুড়ে উন্মাদনা তুঙ্গে। পরিচালক হিসাবে কাজ শুরু করেছেন তিনি। আরিয়ান খান যখন কোনও পার্টিতে থাকেন, তখন তিনিই মধ্যমণি। তাঁকে ঘিরে থাকে বন্ধুরা। অন্য সময়ে দেশের বাইরে বা মুম্বই শহরে পার্টি করেন। তবে কিছুদিন আগেই শাহরুখপুত্রের ইনস্টাগ্রাম স্টোরিতে ভেসে উঠেছিল কলকাতা শহরের নাম। হবে নাই বা কেন! কেকেআর তাঁর পরিবার। ২৬ এপ্রিল শহরে কেকেআর-এর যে ম্যাচ রয়েছে, সেই দিন শহরে থাকবেন আরিয়ান। তিনি একটা মনে রাখার মতো পার্টি থ্রো করছেন, সেই খবর প্রথম দিয়েছিল TV9 বাংলা। রাজদীপ চক্রবর্তীর তত্ত্বাবধানে হচ্ছে এই গ্ল্যামার নাইট। রাজদীপের তরফে টলিপাড়ার তাবড় তারকাদের কাছে আমন্ত্রণ যাবে, তার আভাস পাওয়া গিয়েছিল। নজরকাড়া খবর হলো, আরিয়ানের তরফে শহরের নায়িকাদের জন্য বিশেষ আমন্ত্রণপত্র তৈরি করা হয়েছে। সেখানে নায়িকাদের নাম লেখা রয়েছে। তার মানে এমন নয়, শহরের নায়ক-অভিনেতারা পার্টিতে আমন্ত্রিত নন। তবে নায়িকাদের বিশেষ সম্মান জানাতেই, এমন আমন্ত্রণপত্র তৈরি করা হয়েছে বলে জানা গেল। দর্শনা বণিক, ইধিকা পাল, কৌশানী মুখোপাধ্যায়, লহমা ভট্টাচার্য, মনামী ঘোষ, নুসরত জাহান, ঐন্দ্রিলা সেন, রুক্মিণী মৈত্র, সম্পূর্ণা লাহিড়ী, সুস্মিতা চট্টোপাধ্যায়, তৃণা সাহার মতো অভিনেত্রীদের জন্য রয়েছে এমন আমন্ত্রণপত্র। শুভশ্রী গঙ্গোপাধ্যায় আর মিমি চক্রবর্তীকে আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি থাকতে পারেন শহরের নামী অভিনেতারা। রেড কার্পেটে কে কী পোশাকে হাঁটবেন, সেই দিকে নজর থাকবে সকলের। রাত এগারোটায় শুরু পার্টি। এই রাত যে বিশেষ হতে চলেছে, তা আঁচ করা যায়।
