Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

খুশির খবর: বাবা-মা হচ্ছেন রাহুল-আথিয়া, কবে আসছে সন্তান?

Bollywood News: জল্পনা শুরু হয়েছিল এই বছরের মাঝামাঝিই। সে সময় যদিও দু'জনেই ছিলেন স্পিক্টি নট। তবে অবশেষে মিলল উত্তর।

খুশির খবর: বাবা-মা হচ্ছেন রাহুল-আথিয়া, কবে আসছে সন্তান?
কবে আসছে সন্তান?
Follow Us:
| Updated on: Nov 08, 2024 | 5:50 PM

জল্পনা শুরু হয়েছিল এই বছরের মাঝামাঝিই। সে সময় যদিও দু’জনেই ছিলেন স্পিক্টি নট। তবে অবশেষে মিলল উত্তর। ভারতীয় ক্রিকেট দুনিয়ার নক্ষত্র কে এল রাহুল ও অভিনেত্রী আথিয়া শেট্টি জানিয়ে দিলেন বাবা-মা হচ্ছেন তাঁরা। শুধু তাই নয়, কবে আসবে সন্তান তাও জানিয়ে দিলেন তাঁরা। জানালেন আগামী বছর অর্থাৎ ২০২৫ সালেই দুই থেকে তিন হচ্ছেন তারকা দম্পতি।

এ দিন ইনস্টাগ্রামে এক পোস্ট শেয়ার করেছেন রাহুল ও আথিয়া। তাতে লেখা, “২০২৫-এই আমাদের জীবনের সুন্দর আশীর্বাদটি আসতে চলেছে।” পাঁচ বছর প্রেমের পর ২০২৩ সালে বিয়ে করেছিলেন কেএল রাহুল ও আথিয়া শেট্টি। এই বছরের এপ্রিল মাসে আচমকাই রটে তিনি মা হচ্ছেন। যদিও সে সময় অন্তঃসত্ত্বা ছিলেন না আথিয়া। নাম প্রকাশে অনিচ্ছুক আথিয়া ঘনিষ্ঠ এক ব্যক্তি সে সময় সংবাদমাধ্যমে জানান, “সবে বিয়ে করেছেন ওঁরা। এই মুহূর্তে জীবনে ভীষণ খুশি। এই বৈবাহিক জীবন আপাতত উপভোগ করতে মন চাইছে তাঁদের। যা রটেছে তা সঠিক নয়। যখন সব সত্যি হবে তখন ওরা নিজেরাই সকলের সঙ্গে এই খবর ভাগ করে নেবেন। কারণ, শেট্টি পরিবার এমনই। কোনও কিছুই গোপন রাখেন না তাঁরা।” সুখবর আসতেই সে কথাই শেয়ার করে নিলেন তাঁরা।

ভালবেসেই বিয়ে করেছিলেন রাহুল ও আথিয়া। দু’জনেই দুনিয়াই আলাদা। তবু বাইশ গজ ও বিনোদন দুনিয়া যেন কোথায় গিয়ে মিলে গিয়েছিল। গত বছর মাত্র ৬০ জন অতিথি নিয়ে বিয়ে করেছিলেন তাঁরা। হইচই থেকে বিরতই থেকেছিলেন। কেন? এ নিয়ে মুখ খুলেছিলেন আথিয়ার বাবা অভিনেতা সুনীল শেট্টি। তিনি জানিয়েছিলেন, শুধুশুধু ভিড় বাড়াতে চাননি তাঁরা। সব দর্শককেই যাতে সমানভাবে আপ্যায়ন করতে পারেন সেই কারণেই এ হেন সিদ্ধান্ত নিয়েছিল দুই পরিবার।