নীলাঙ্কুর-আয়েন্দ্রীর প্রেম ভাঙল? এবার সত্যিটা জানিয়ে দিলেন আয়েন্দ্রী
সম্প্রতি টলিপাড়ায় গুঞ্জন ছিল আর একসঙ্গে দেখা যাচ্ছে না অভিনেতা নীলাঙ্কুর মুখোপাধ্যায়-অভিনেত্রী আয়েন্দ্রী রায়কে। ইনস্টাগ্রাম থেকে তাঁরা কাপল হিসাবে ছবি ডিলিট করে দিয়েছেন এমন নয়। তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের বক্তব্য ছিল, ”এই সম্পর্কে কিছু একটা সমস্যা তৈরি হতে পারে। যে কোনও সম্পর্কে সমস্যা তৈরি হওয়ার পর সেটা মিটে যেতে পারে। আবার এমনও হতে পারে, সমস্যা মিটল না।'' তবে কোনও সমস্যাই যে নেই, সেটা এবার সামনে এল!

সম্প্রতি টলিপাড়ায় গুঞ্জন ছিল আর একসঙ্গে দেখা যাচ্ছে না অভিনেতা নীলাঙ্কুর মুখোপাধ্যায়-অভিনেত্রী আয়েন্দ্রী রায়কে। ইনস্টাগ্রাম থেকে তাঁরা কাপল হিসাবে ছবি ডিলিট করে দিয়েছেন এমন নয়। তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের বক্তব্য ছিল, ”এই সম্পর্কে কিছু একটা সমস্যা তৈরি হতে পারে। যে কোনও সম্পর্কে সমস্যা তৈরি হওয়ার পর সেটা মিটে যেতে পারে। আবার এমনও হতে পারে, সমস্যা মিটল না।” তবে কোনও সমস্যাই যে নেই, সেটা এবার সামনে এল!
টলিপাড়ায় এই চর্চা নিয়ে কী বলছেন নীলাঙ্কুর? TV9 বাংলাকে অভিনেতা ক’ দিন আগেই জানিয়েছিলেন, ”এটুকুই বলার আমরা জানি যে, আমরা অভিনেতা-অভিনেত্রী। আমাদের নিয়ে চর্চা হবেই। আমাদের ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা হবে। তবে আমি বা আমরা আরও বেশি খুশি হতাম, যদি আমাদের কাজ নিয়ে আরও বেশি চর্চিত হতাম। এটুকুই বলার।” এমন চর্চায় যে খুশি হননি অভিনেতা, সেটা তাঁর কথা থেকেই স্পষ্ট।
এবার ইনস্টাগ্রামেই তাঁদের সম্পর্ক নিয়ে যাবতীয় সত্যি সামনে আনলেন আয়েন্দ্রী। তিনি লিখেছেন, ”আলাদা করে উত্তর দিতে-দিতে আমরা ক্লান্ত। ফোন আর মেসেজের চোটে আমি আর নীলাঙ্কুর ক্লান্ত হয়ে যাচ্ছি। আমরা একদম ঠিক আছি। আমরা কাজ নিয়ে ব্যস্ত। আমরা একসঙ্গে বেশি ছবি পোস্ট করি না কারণ একসঙ্গে বেশি ছবি তোলাও হয় না। তাই সাংবাদমাধ্যমকে অনুরোধ জিজ্ঞাসা চিহ্ন যোগ করে কোনও স্টোরি করলে অন্তত যাঁকে নিয়ে স্টোরি করছেন, তাঁকে জিজ্ঞাসা করুন সত্যিটা! আর একটা কথা, নীলাঙ্কুর খুব ভালো কাজ করছে। আমি আরও কী কাজ করতে পারি, সেটা খোঁজার চেষ্টা করছি। তাই ভুল কোনও ব্যাপারে আমাদের নিয়ে চর্চা হোক চাই না।”
তাঁদের মধ্যে অল্প সময়ে একটা সম্পর্ক থেকে অন্য সম্পর্কে যাওয়ার প্রবণতা নেই, সেটা বুঝিয়ে দিয়েছেন আয়েন্দ্রী। তাঁরা একসঙ্গে আছেন, সে কথা নিশ্চিত করেছেন।
