AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

খুলতে চলেছে ‘ডক্টর’ আয়ুষ্মানের ফিল্মি চেম্বার

ফিল্মের পরিচালক অনুভূতি কাশ্যপ এই ছবির মাধ্যমে বলিউড ইন্ডাস্ট্রিতে পা  রাখতে চলেছেন। তিনি বলেন, "ভীষণ প্যাশন নিয়ে ফিল্মমেকিং কেরিয়ারে পা রাখছি । এবং সেটে এ প্রোজেক্টের সঙ্গে কাজ করাটা থ্রিলিং। আমার প্রযোজক এবং ট্যালেন্টেড ও ভার্সেটাইল অভিনেতা আয়ুষ্মানের সঙ্গে কাজ করতে পেরে ভীষণ এক্সাইটেড।"

খুলতে চলেছে ‘ডক্টর’ আয়ুষ্মানের ফিল্মি চেম্বার
আয়ুষ্মান খুরানা
| Updated on: Dec 22, 2020 | 5:32 PM
Share

প্রথম সারির অভিনেতাদের তালিকায় নিজের নাম নথিভুক্ত করে রেখেছেন বহু দিন হল। সিনেমাহলে মুক্তিপ্রাপ্ত শেষ ছবি ‘শুভ মঙ্গল জ্যাদা সাবধান’ বক্স অফিস মাত্র ১১ দিনে আয় করেছে ৭৫ কোটি টাকা! তাহলে বুঝতেই পারছেন অভিনেতা আয়ুষ্মান খুরানার (Ayushmann khurrana) চাহিদা আকাশচুম্বী! সম্প্রতি নতুন ছবির ঘোষণা করলে আয়ুষ্মান। ছবির নাম ডক্টর জি। পরিচালক অনুরাগ কাশ্যপের বোন অনুভূতি কাশ্যপ। ইনস্টাগ্রামে হাতে ছবির স্ক্রিপ্ট নিয়ে আয়ুষ্মান ছবি পোস্ট করে লেখেন, “পরামর্শের জন্য শীঘ্রই খোলা হচ্ছে।” আয়ুষ্মান জানান তিনি স্ক্রিপ্টের প্রেম পড়ে গেছেন কারণ গল্পে রয়েছে নতুনত্ব। তিনি বলেন, “এটি একটি অত্যন্ত অনন্য এবং উদ্ভাবনীয় ভাবনা যা আপনাকে হাসাবে এবং একই সঙ্গে আপনাকে ভাবিয়ে তুলবে I আমার কেরিয়ারে প্রথম আমি ডাক্তারের কোট গায়ে পরতে চলেছি এবং আমি এমন এক বার্তা পৌঁছে দেব যা আপনার হৃদয়ের সঙ্গে সরাসরি যোগস্থাপন করবে।“

ফিল্মের পরিচালক অনুভূতি কাশ্যপ এই ছবির মাধ্যমে বলিউড ইন্ডাস্ট্রিতে পা  রাখতে চলেছেন। তিনি বলেন, “ভীষণ প্যাশন নিয়ে ফিল্মমেকিং কেরিয়ারে পা রাখছি । এবং সেটে এ প্রোজেক্টের সঙ্গে কাজ করাটা থ্রিলিং। আমার প্রযোজক এবং ট্যালেন্টেড ও ভার্সেটাইল অভিনেতা আয়ুষ্মানের সঙ্গে কাজ করতে পেরে ভীষণ এক্সাইটেড।”

আরও পড়ুন তল্লাশিতে গ্রেফতার সুরেশ রায়না, গুরু রণধওয়া, পিছনের দরজা দিয়ে পালালেন র‍্যাপার বাদশাহ

ছবির গল্প লিখেছেন তিনজন। সুমিত সাক্সেনা, বিশাল ওয়াঘ এবং সৌরভ ভারত। সৌরভ একজন ডাক্তার এবং একজন লেখক। তিনি তাঁর মেডিকেল কলেজের অভিজ্ঞতার ছাপ রাখবেন এ ছবিতে। অন্যদিকে সুমিত, ‘পেয়ার কা পঞ্চনামা’ এবং নেটফ্লিক্সে ‘লাস্ট স্টোরিজ’-এর করণ জোহরের ছবিটির সংলাপ লিখেছেন।

তবে ‘ডক্টর জি’ ছবিতে। ‘জি’-এর অর্থ ঠিক কী, তা অবশ্য জানা যায়নি।

তবে ইনস্টাগ্রামে আয়ুষ্মানের পোস্টের কমেন্টে একজন লেখেন, ‘গাইনোকোলজিস্ট।’

জনৈকর এ হেন প্রেডিকশনও কি একেবারে উড়িয়ে দেওয়া যায়!