AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গৌরীকে কথা দিয়েছিলেন, কোন অসাধ্য সাধন করে সকলকে চমকে দেন শাহরুখ?

তখন তিনি নতুন নতুন অভিনয় শুরু করেছেন, নাম-যশ কিছুই ছিল না। ১৯৯৭ সালে ‘ইয়েস বস’ ছবির শ্যুটিং চলাকালীন প্রথমবার তিনি এই বাড়িটি দেখেন।

গৌরীকে কথা দিয়েছিলেন, কোন অসাধ্য সাধন করে সকলকে চমকে দেন শাহরুখ?
| Edited By: | Updated on: Apr 27, 2025 | 5:15 PM
Share

শাহরুখ খান মানেই কোটি কোটি মানুষের ভালবাসা। আর তাঁর বাড়ি ‘মন্নত’—অনুরাগীদের কাছে যেন এক দর্শনীয় স্থান। মুম্বইয়ের বান্দ্রায় অবস্থিত এই বাড়ির সামনে প্রতিদিন ভিড় জমান অনুরাগীরা, কেউ এক ঝলক দেখতে চান কিং খানকে, কেউ শুধুই দরজার সামনে দাঁড়িয়ে একটি ছবি পোস্ট করতে চান। কিন্তু অনেকেই জানেন না, এই ‘মন্নত’ একদিন ছিল খোদ শাহরুখ খানের স্বপ্ন। তখন তিনি নতুন নতুন অভিনয় শুরু করেছেন, নাম-যশ কিছুই ছিল না। ১৯৯৭ সালে ‘ইয়েস বস’ ছবির শ্যুটিং চলাকালীন প্রথমবার তিনি এই বাড়িটি দেখেন।

পরিচালক আজিজ মির্জার বাড়িতে তখন শাহরুখ-গৌরী থাকতেন। তিনিই এক সাক্ষাৎকারে বলেছিলেন, “ওরা তখন খুবই তরুণ। আমার বাড়ি ছিল মন্নত-এর একদম পাশে। ওরা দু’জনে হাঁটতে বের হতো, তখনই শাহরুখ গৌরীকে বলেছিল—‘একদিন আমি এই বাড়িটা কিনব।’”

সেই বাড়ির নাম ছিল Villa Vienna। শাহরুখ অনেক পরিশ্রম করে, টাকা জমিয়ে, অবশেষে ২০০১ সালে প্রায় ১৩ কোটি টাকা দিয়ে বাড়িটি কিনে নেন। এরপর নানা আইনি জটিলতা সামলে তিনি নিজের স্বপ্নপূরণ করেন। তখন থেকেই এই বাড়ির নাম হয় ‘মন্নত’। আজিজ মির্জা বলেন, “আমার স্পষ্ট মনে আছে, একদিন শ্যুটিং চলাকালীন শাহরুখ আমাকে দেখিয়ে বলল—‘আজিজ, ওই বাড়িটা আমি কিনে ফেলেছি।’ তখন আমি বুঝেছিলাম, ও সত্যিই স্বপ্নপূরণ করতে জানে।”

আজকের দিনে ‘মন্নত’ শুধু এক স্টারের বাড়ি নয়—এটা এক সাধারণ ছেলের বাদশা হয়ে ওঠার প্রতীক। যাঁরা স্বপ্ন দেখেন, তাঁদের জন্য মন্নত অনুপ্রেরণা। শাহরুখ খানের জীবন দ্বারা অনেকেই অনুপ্রাণিত। অনেকেই আজও সাহস করে মুম্বইয়ের স্বপ্নপূরীতে পা রাখেন কেবল শাহরুখ খানকে দেখেই। ছিল না স্বজনপোষণের জল্পনা, ছিল না স্টারকিডের রটনা, লড়াই করে মুম্বইয়ে নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন তিনি। আজ সেখানেই দাপটের সঙ্গে রাজত্ব করছেন, কেবল নিজের দক্ষতায়।