নিজেকে নিয়ে মিম করেছিলেন ইরফান! কিন্তু কীভাবে?
ইরফানের রসবোধ নিয়ে অনেক স্মৃতি রয়েছে তাঁর সহকর্মীদের। পরিবারের কাছেও তিনি মজার মানুষ।
TV9 বাংলা ডিজিটাল: ইরফান খানের (Irrfan Khan) চলে যাওয়াটা এখনও মেনে নিতে পারেননি তাঁর পরিবারের সদস্যরা। অগণিত ভক্তের কাছেও এখনও ইরফানের না থাকাটা অবিশ্বাস্য। ইরফান থেকে যাবেন তাঁর কাজের মধ্যেই। সে কথা সকলেরই জানা। কিন্তু তাঁর মৃত্যুর পর বহু অজানা ব্যক্তিগত স্মৃতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন ইরফান পুত্র বাবিল। চিনিয়েছেন তাঁর বাবাকে। ঠিক তেমন ভাবেই ফের বাবিলের পোস্টে উঠে এল, ইরফানের নিজেকে নিয়ে মজা করার ঘটনা।
বাবিল ইনস্টাগ্রামে একই সঙ্গে শেয়ার করেছেন ইরফানের দু’টি ছবি। একটিতে তিনি একটা সাদা রঙের বাথরোবের উপর পরে রয়েছেন সাদা একটি জ্যাকেট। যার উপরে লেখা রয়েছে ম্যান। অন্যটিতে কোনও এক রেড কার্পেটে ইরফান। তার উপরে লেখা জিকিউ ম্যান। প্রথম ছবিতে ইরফানের মজার মুড ধরা পড়েছে। অন্যটিতে কিঞ্চিৎ সিরিয়াস তিনি। তবুও মুখে হাসি। এই দুটি ছবি নিয়ে নাকি নিজেই নিজের মিম তৈরি করেছিলেন প্রয়াত অভিনেতা। লিখেছিলেন, ‘ম্যান অ্যান্ড দ্য রেড কার্পেট রেডি ফটো অ্যাজ জিকিউ ম্যান।’
আরও পড়ুন, দ্বিতীয় সন্তানের জন্য অপেক্ষা করছেন কপিল-গিন্নি?
এই কথোপকথন এতদিন একান্তই ব্যক্তিগত ছিল। সেই সুখের স্মৃতি এবার অগণিত ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন বাবিল। তিনি বাবার ছবি শেয়ার করে লিখেছেন, “বাবা নিজেই নিজের মিম করেছিলেন। অনেক আগে এই ছবিটা পাঠিয়েছিলেন আমাকে।”
View this post on Instagram
ইরফানের রসবোধ নিয়ে অনেক স্মৃতি রয়েছে তাঁর সহকর্মীদের। পরিবারের কাছেও তিনি মজার মানুষ। কিন্তু তাঁর অগণিত ভক্তের কাছে রসিক ইরফান হয়তো ততটা পরিচিত ছিলেন না। বাবার সেই অজানা দিকটিকেই এবার প্রকাশ্যে তুলে ধরলেন বাবিল।
আরও পড়ুন, রাস্তায় সারার নাচ, ভিখারি ভেবে পয়সা দিয়েছিলেন পথচলতিরা!