দ্বিতীয় সন্তানের জন্য অপেক্ষা করছেন কপিল-গিন্নি?

TV9 বাংলা ডিজিটাল: কপিল শর্মা (Kapil Sharma) এবং গিন্নি ছত্রাতের (Ginni Chatrath) ঘরে আসতে চলেছে নতুন অতিথি। দ্বিতীয় সন্তানের (child) জন্য অপেক্ষা করছেন দম্পতি। বলিউড সূত্রে খবর, সব কিছু ঠিক থাকলে ২০২১-এর জানুয়ারিতেই দ্বিতীয়বার মা হবেন গিন্নি। লকডাউন পর্বে করিনা-সইফ, বিরাট-অনুষ্কার মতো অনেক জুটিই ফ্যামিলি প্ল্যানিং করেছেন। এবার সেই তালিকায় এলেন কপিল-গিন্নিও। দিন কয়েক আগেই […]

দ্বিতীয় সন্তানের জন্য অপেক্ষা করছেন কপিল-গিন্নি?
দম্পতি।
Follow Us:
| Updated on: Dec 04, 2020 | 12:53 PM

TV9 বাংলা ডিজিটাল: কপিল শর্মা (Kapil Sharma) এবং গিন্নি ছত্রাতের (Ginni Chatrath) ঘরে আসতে চলেছে নতুন অতিথি। দ্বিতীয় সন্তানের (child) জন্য অপেক্ষা করছেন দম্পতি। বলিউড সূত্রে খবর, সব কিছু ঠিক থাকলে ২০২১-এর জানুয়ারিতেই দ্বিতীয়বার মা হবেন গিন্নি। লকডাউন পর্বে করিনা-সইফ, বিরাট-অনুষ্কার মতো অনেক জুটিই ফ্যামিলি প্ল্যানিং করেছেন। এবার সেই তালিকায় এলেন কপিল-গিন্নিও।

দিন কয়েক আগেই করওয়া চৌথ পালিত হয়েছে। কপিলের সহকর্মী পেশায় কমেডিয়ান ভারতী সিং চলতি বছরে গিন্নির সঙ্গে এই ব্রত পালন করেছেন। ভারতী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছিলেন। যার শেষে গিন্নিকে দেখা যাচ্ছে। সেখানেই গিন্নির বেবি বাম্প নজরে পড়েছে নেটিজেনদের। দিওয়ালির সময়ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া বিভিন্ন ভিডিওতে নাকি গিন্নির বেবি বাম্প দেখা গিয়েছে। যদিও তা নাকি আড়ালে রাখতে চেয়েছিলেন তিনি।

আরও পড়ুন: রাস্তায় সারার নাচ, ভিখারি ভেবে পয়সা দিয়েছিলেন পথচলতিরা!

শোনা যাচ্ছে, কপিলের মা এবং পরিবারের কয়েকজন ঘনিষ্ঠ ইতিমধ্যেই নাকি মুম্বইতে পৌঁছে গিয়েছেন। প্রেগন্যান্সির শেষ কয়েকটা দিন গিন্নির দেখভালের জন্যই নাকি এই পদক্ষেপ। ২০১৯-এর ১২ ডিসেম্বর দম্পতির দ্বিতীয় বিবাহবার্ষিকী ছিল। তার ঠিক দু’দিন আগে অর্থাৎ ১০ ডিসেম্বর কন্যা সন্তানের বাবা-মা হন তাঁরা। যদিও দ্বিতীয় সন্তানের আগমন নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি দম্পতি।

আরও পড়ুন: ‘কেবিসি’তে না থেকেও রয়েছেন জুহি! কীভাবে সম্ভব?

লকডাউন পর্বকে কাজে লাগিয়ে অনেকেই ফ্যামিলি প্ল্যানিং সেরে ফেলেছেন। তারকাদের মধ্যে যেমন এই প্রবণতা দেখা গিয়েছে, তেমনই বহু সাধারণ মানুষও এই সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে বহু অ্যাবরশনেরও ঘটনা ঘটেছে বলে দাবি করছেন চিকিৎসক মহলের একটা অংশ। ফলে তাঁদের সাজেশন, অবাঞ্ছিত মাতৃত্ব কাম্য নয়। আবার অ্যাবরশনেই শারীরিক ক্ষতি হয় মেয়েদের। তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।

আরও পড়ুন: শাহরুখ-গৌরীর দিল্লির বাড়িতে কী রয়েছে জানেন?