বিদেশে গিয়ে সন্তানের লিঙ্গ পরীক্ষা করিয়েছেন অন্তঃসত্ত্বা ভারতী? অবশেষে সত্যি এল সামনে
পাহাড়ঘেরা মনোরম পরিবেশ থেকে একের পর এক ব্লগ শেয়ার করে চলেছেন তাঁরা। তবে শুধু ঘোরার ভিডিয়ো নয়, তাঁর সাম্প্রতিক একটি ব্লগে তিনি শেয়ার করে নেন এক সুখবর, আবারও মা হতে চলেছেন তিনি। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তার বন্যা।

বর্তমানে হর্ষ লিম্বাচিয়া ও কমেডিয়ান ভারতী সিং পরিবার নিয়ে সুইজারল্যান্ডে ছুটি কাটাচ্ছেন। সঙ্গে রয়েছে তাঁদের পুত্র গোলাও। পাহাড়ঘেরা মনোরম পরিবেশ থেকে একের পর এক ব্লগ শেয়ার করে চলেছেন তাঁরা। তবে শুধু ঘোরার ভিডিয়ো নয়, তাঁর সাম্প্রতিক একটি ব্লগে তিনি শেয়ার করে নেন এক সুখবর, আবারও মা হতে চলেছেন তিনি। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তার বন্যা।
সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের নানা মন্তব্য এখন ভাইরাল, কারও প্রশ্ন—”কেন লুকিয়ে রেখেছিলেন এই খবর?”, কেউ আবার প্রশ্ন করে বসেন “পরিবার কীভাবে টের পায়নি?”, এমনকি কেউ কেউ লিঙ্গ নির্ধারণ পরীক্ষা নিয়েও পরোক্ষে পরামর্শ দিয়েছেন। সব প্রশ্নেরই ধরে ধরে উত্তর দিয়েছেন ভারতী।
তাঁর কথায়, “সবাই বলে, যখন আমি প্রেগনেন্সির কথা বললাম, তখনও কি পরিবারের কেউ বুঝতেই পারেনি? সত্যি কথা বলতে, ওরা জানতই না। আমি সবসময় ওদের সামনে ঢিলেঢালা জামা পরতাম। ওরা ভাবত, আমার ওজন বেড়েছে, পেটও কিছুটা বেরিয়ে এসেছে। আমরা কাউকেই বলিনি যে আমরা দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করছি।”
পাশাপাশি হাসতে হাসতে ভারতী এও বলেন, “প্রচুর কথা শুনতে হয়েছে, মজাও করেছে সবাই। তবে ওদের মনে সন্দেহ ছিল, আমি বলতাম— রান্না করছি, খাচ্ছি, তাই ওজন বেড়েছে। আর যখন জানল সত্যি সত্যি আমি মা হতে চলেছি আবার, তখন সবাই খুব খুশি হয়েছে। আমরা কাউকে ঠকাইনি, বা আগে থেকে কাউকে বলিনি— সবাই একসঙ্গে জেনেছে।”
এই ভিডিয়োতে ভারতী বলেন, “অনেকেই জানতে চাইছেন আমার ডেলিভারি কবে। আমি জানিয়ে দিতে চাই, আগামী বছর আমাদের দ্বিতীয় সন্তান আসার কথা।” তবে শুধু এখানেই থামেননি ভারতী। সন্তানের লিঙ্গ নির্ধারণ সংক্রান্ত গুজব ও পরোক্ষ কটাক্ষেরও জবাব দিয়েছেন তিনি। এক্ষেত্রে উল্লেখ্য, সম্প্রতি ভারতী নাকি বিদেশে গিয়ে সন্তানের লিঙ্গ নির্ধারণ করিয়েছি, যা সম্পূর্ণরূপে বেআইনি। সেই বিতর্ক প্রসঙ্গে ভারতী স্পষ্ট বলেন— “অনেকেই বলেছেন ভারতী এখনই বলছেন ছেলে বা মেয়ে— কিন্তু আমার একটাই কথা, আমি শুধু সুস্থ সন্তান চাই। কেউ কেউ বলছেন আমরা বিদেশে এসে বেবির লিঙ্গ নির্ধারণ করিয়ে নিয়েছি। ভাই, একদম না! আমি কখনও আইনের বিরুদ্ধে যাই না। আমাদের জীবনে ভগবান যা দিয়েছেন, তাতেই আমরা খুশি।”
তিনি আরও যোগ করেন, “আমি আর হর্ষ ভাল আয় করছি, আমাদের ছেলেই হোক বা মেয়ে— দু’জনকেই আমরা সমান আদর করব। আমাদের পরিবারের কেউও বলেনি বিদেশে গিয়ে বহু সন্তানের লিঙ্গ পরীক্ষা করাতে। অনেকেই মেসেজ করছে— বিদেশে তো আইন নেই, এখন চেক করিয়ে নাও। আমি বলছি— না! ভগবান যাকে পাঠাবেন, তাকেই আমরা সাদরে গ্রহণ করব।”
